গুগল আইও সম্মেলনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত বক্তা বাংলাদেশের রাখশান্দা
গুগল ডেভলপার গ্রুপের প্রজেক্ট ম্যানেজার নাদিনা রোজ ইমেলের মাধ্যমে রাখশান্দার শীর্ষ বক্তা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
আগামী ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত হবে দশমবারের মতো গুগলের বার্ষিক সম্মেলন। যেখানে অংশগ্রহণকারী হিসেবে থাকবে গুগল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত বিশ্বের শীর্ষ ডেভেলপার, প্রোগ্রামিং এক্সপার্টস এবং প্রযুক্তি পেশাজীবীরা। সম্মেলনের আগের রাতে দিন প্রি-ইভেন্ট হিসেবে প্রতিবছরই অনুষ্ঠিত হয় গুগল ডেভলপার সামিট। যেখানে এবার প্রায় ১০০টি দেশের ৫০০ ডেভেলপার গ্রুপ ম্যানেজার, গুগল ডেভেলপার রিলেশন গ্রুপের সদস্য এবং গুগল ডেভেলপার এক্সপার্টরা অংশ নেন। বাংলাদেশ থেকে এবার সেখানে মোট চারজন অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। এবং এই ৫০০ ডেভেলপারদের মধ্য থেকে সর্বোচ্চ ৬১ ভোট পেয়েছেন রাখশান্দা। ৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন উইক্রেনের ভিতালিউ জাসাদ্রি। ৪১ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছেন ভারতের সাঞ্জিব পারিদা।