অ্যান্ড্রয়েড

চুরি হওয়া মোবাইল রাখুন নিজ নিয়ন্ত্রণে

পোস্টের হেডিং দেখেই হুড়মুড় করে এখানে প্রবেশ করেছেন নিশ্চয়ই? কেননা শখের এন্ড্রয়েড ডিভাইসকে সিকিউর রাখতে সবাই চায়। এখন আমি আপনাদের সাথে এমন একটি এ্যাপ শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার এন্ড্রয়েডের অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন তা চুরি হয়ে যাবার পরেও। এ্যাপটির নাম Anti Theft Mobile

এ্যাপটি অত্যন্ত ছোট, মাত্র ৩ মেগাবাইটের মতো। এ্যাপটি ইন্সটল দেয়ার পরে সে আপনার কাছে তখন দুটি ইনফর্মেশন ইনক্লুড করতে বলবে। তারমধ্যে একটি হলো সে আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে আর চাইবে একটি রিসিপেন্ট মোবাইল নাম্বার, যা দিয়ে আপনি এই মোবাইল কন্ট্রোল করতে পারবেন। আপনি এখানে আপনার খুব ঘনিষ্ট কারো মোবাইল নাম্বার রাখতে পারেন কিংবা আপনার অন্য কোন সিমের নাম্বার।(পরবর্তীতে তা পরিবর্তন করতে পারবেন)
ব্যাস কাজ শেষ।
এন্টি_থেফট_এ্যাপ
এবার এ্যাপ এ গিয়ে আরো দুটি জিনিস এনাবল করে দিন।
যথাক্রমে –
*Enable Antitheft* এবং *Remote Lock*
মোবাইলে তো দারোয়ানের চাকরি দেয়া শেষ। এখন আসুন দেখে নেই এই দারোয়ানকে অন্য মোবাইল থেকে কিভাবে কন্ট্রোল করবেন।

ধরুন আপনার মোবাইল চুরি হয়ে গেছে এবং চোর আপনার সিম এখনো খুলে ফেলে দেয় নি। এবার একটা কাজ করুন-
আপনার চুরি হওয়া মোবাইলে একটি ম্যাসেজ পাঠান আপনার রিসিপেন্ট নাম্বার থেকে। শুধু ম্যাসেজে লিখুন – #lockmyphone
ম্যাসেজটি যাওয়ার সাথে সাথে আপনার সে মোবাইল লকড হয়ে যাবে এবং তা শুধু খুলবে একটি পাসওয়ার্ড দ্বারা যা কিনা আপনি এই এ্যাপট ইন্সটল দেয়ার সময় দিয়েছিলেন। শুধু মোবাই লক করাই নয় এই এ্যাপ এর মাধ্যমে আপনি চুরি হয়ে যাওয়া মোবাইলের সকল ইমেজ কিংবা ভিডিও পর্যন্ত ডিলিট করতে পারবেন+লাউড স্পিকারে রিং ও বাজাতে পারবেন। কি কোড লিখে ম্যাসেজ করলে কি ডিলিট হবে এবং কি কন্ট্রোল করা যাবে তার একটি লিস্ট আপনি এই এ্যাপের মধ্যে *Must Read* অপশনে পাবেন।

এন্টি_থেফট_এ্যাপ_২
এখন হয়তো ভাবছেন যে মোবাইলের লোকেশন যদি জানা যেত তাহলে আরো ভালো হতো। হ্যা সে ব্যাবস্থাও আছে। আপনি চাইলে আপনার মেইলের মাধ্যমে মোবাইলের লকেশন জানতে পারবেন তবে তার জন্যে কিছু টাকা খরচ করে আপনার এই সুবিধাটি পার্চেজ করতে হবে তবে বাদবাকি সুবিধা আপনি ফ্রিতেই পাচ্ছেন। [Email Location]

আশাকরি আপনাদের এই এ্যাপটি কাজে লাগবে।
-ধন্যবাদ

সজীব

ভালবাসি পড়তে ও চেষ্টা করি লিখতে। লিখতে মাঝে মাঝে ইচ্ছে হয় বলে মানুষের গল্প শুনি, মানুষের সাথে কথা বলি, আড্ডা দেই... এভাবেই কিছু শিখি, সেভাবেই লিখি। এখানে আমার নিজের কৃতিত্ব নেই। সব আপনাদের, মানে আপনারা যারা কিনা আমার সাথে আড্ডা দেন তাদের...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।