ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করুন
এখন যা নিয়ে কথা বলবো তা খুব একটা নতুন কিছু নয় কিন্তু তবুও শেয়ার করলাম, হয়তো অনেকেই তা দেখে আনন্দিত হবেন।
আমরা কম্পিউটারে ফ্রেশ মনে কাজের খাতিরেই হোক বা যে কারণেই হোক আমরা আমাদের ডেস্কটপ এনভায়রণমেন্ট একটু গুছিয়ে রাখতে চাই যাতে কম্পইউটার নিয়ে বসলে বিরক্তি না আসে কিংবা মনের খোড়াক মেটাতেই ডেস্কটপে অনেক কিছু দিয়েই সাজিয়ে রাখি। তারমধ্যে যে ওয়ালপেপার বিশেষ এক ভূমিকা রাখে তা আর বলতে বাকি থাকে না। কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ছবি থাকলে ভালোই লাগে। কিন্তু আমরা যখন কোন ফোল্ডারে ঢুকি তখন আবার সেই একঘেয়ে পুরনো সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে হয়।
এই প্রতিটি ফোল্ডারের ভেতরের ব্যাকগ্রাউন্ড যদি আলাদা আলাদা ছবি দিয়ে চেঞ্জ করা যেত তাহলে অনেক বেশি চমকপ্রদ হতো নিজ কম্পিউটারের পরিবেশ…
এই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড সেট করা নিয়ে অনেক সফটোয়্যারই আমি দেখেছি তবে সব গুলোই আমার কাছে একটু ঝামেলা যুক্ত মনে হয়েছে। তবে তার মধ্যে যে সফটওয়্যারটি সুবিধাজনক মনে হয়েছে তাই আপনাদের সাথে আজ শেয়ার করছি…
সফটওয়্যারটির নাম- Windows 7 Folder background changer
এটি শুধু উইন্ডোজ সেভেনের জন্যে।
সফটও্যারটি ওপেন করার পর প্রথমে কোন ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ফোল্ডারটি ব্রাউজ করে সিলেক্ট করে দিন।
তারপর চেঞ্জ করুন যে ফোল্ডারের ভেতরের বিভিন্ন প্রকারের টেক্সট কি রঙের হবে। এটা একটু বুদ্ধি খাটিয়ে দিবেন কেননা ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট কালার মিলে গেলে লেখা গুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে।
এরপর আরো দুটি অপশন আছে।
show shadow under text সিলেক্ট করলে টেক্সটের নিচে একটা ছায়া পরবে আর Apply to sub folders সিলেক্ট করলে ফোল্ডারের ভেতরের ফোল্ডারেরও এমন ব্যাকগ্রাউন্ড কার্যকর হবে…
সফটও্যারটির ডাউনলোড লিংক নিচে দেয়া হলো। ডাউনলোড দিয়ে ব্যাবহার শুরু করে দিন।
Windows 7 Folder background changer
এই ব্লগের কোন লেখা ভালো লাগলে ব্লগের ফেইসবুক পেইজ ছেঁড়া ডায়েরী – ব্লগ এ লাইক দিয়ে এক্টিভ থাকবেন আশারাখি।