ইন্টারনেটসর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

মেসেঞ্জার-ইমোর কলিং ফিচার বন্ধ সৌদিতে

সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার,ইমোর মতোন বেশ কয়েকটি অ্যাপের কয়েকটি ফিচার বন্ধ করে দিয়েছে সৌদি আরব সরকার। blog

হুট করেই বন্ধ হয়েছে ফেসবুক সহ বেশ কিছু অ্যাপের ফিচার,নির্দিষ্ট করে বলতে গেলে বন্ধ হয়েছে অনলাইন ভয়েস এবং ভিডীও কলেজ ফিচারগুলো। ফেসবুক মেসেঞ্জার এবং ইমো ব্যবহার করে এখন আর কাউকে কল দিতে পারছেন না সৌদি নাগরিকরা। এর আগেই হোয়াটস অ্যাপ এবং ভাইবারের কলিং সুবিধা বন্ধ করেছিলো সৌদি সরকার। এখন শুধুমাত্র ট্যাঙ্গো তে অনলাইন কলিং সুবিধা চালু আছে। তবে সবগুলো অ্যাপেই মেসেজিং বা ছবি পাঠানোর সুবিধা চালু আছে।

অ্যাপ গুলো দিয়ে ভয়েস বা ভিডিও কলিং করলে “calling unavailable because your carrier or country does not support the service.” মেসেজটি শো করছে।

 

ধারনা করা হচ্ছে টেলিকম কম্পানিগুলোর আবেদনেই এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার ,কারন অনলাইন কলিং এতোটাই জনপ্রিয় হয়ে উঠছে যে ব্যবহারকারীরা এখন সাধারন কলের থেকে মুখ উঠিয়ে নিচ্ছেন। সেখানে এই অনলাইন কলিং বন্ধ হলে ব্যবহারকারীরা বাধ্য হবেন আবার সাধারন কলিং এ ফিরে যেতে।

 

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।