আইফোনমোবাইল-ম্যানিয়া

ছবিতে আইফোন ৬ কে হারাবে মটো জি ৪

আইফোন সিক্সকে টক্কর দিতে বাজারে এসেছে মটোরোলার দুটি নতুন ফোন।একটি হল মটো জি-৪ এবং অন্যটি মটো জি-৪ প্লাস। ছবি তোলায় অ্যাপলের আইফোন সিক্সকেও হার মানাবে এই দুটি ফোন আমনটাই জানিয়েছেন মটোরোলার মালিক লেনোভো। আজ সকালে ফোন দুটি বাজারে উন্মুক্ত করা হয়েছে। ফোন দুটির মূল্য নির্ধারণ করা হয়েছে, জি-৪ এর মূল্য রাখা হয়েছে ১৬৯ পাউন্ড (১৯ হাজার ২০০ টাকা। এবং জি-৪ প্লাস এর মূল্য রাখা হয়েছে ১৯৯ পাউন্ড (২২হাজার ২১০ টাকা)।

ছবিতে আইফোন ৬ কে হারাবে মটো জি ৪

মটো জি-৪ হ্যান্ডসেটে রয়েছে-

*৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে

*কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৬১৭

*মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাimages

*১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা

*৩০০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি

*১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি

*দুই গিগাবাইট র‍্যাম

মটো জি-৪ প্লাস হ্যান্ডসেটে রয়েছে-

*তিন গিগাবাইট র‌্যাম

*৩২ গিগাবাইট ইন্টারন্যাশনাল স্টোরেজ সুবিধার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

*১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা

লেনোভো জানিয়েছে, এই ফোনটিতে হাং করার সমভবনা নেই বললেই ছলে। যার ফলে উন্ন্যতমানের গেম খেললেও কোন সমস্যা হবে না। এবং ছবি তোলার সময় অধিক সময় নিবে না।৩০০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি থাকায় চার্জ শেষ হয়ে গেলেও  হ্যান্ডসেট আচমকা বন্ধ হবেনা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।