প্রোগ্রামিংসর্বশেষ টেক নিউজ

বিশ্ব প্রোগ্রামিং এ ৫০তম জাবি

দেশের মাটিতে চ্যাম্পিয়নের পর এবার বিশ্বপর্বের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার সেরা প্রোগামার’র স্বীকৃতি পেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ শিক্ষার্থী যারা হলেন নিলয় দত্ত, রাইহাত জামান নিলয় এবং নাফিস সাদিক।

jahangirnagar-university-acm-icpc

১৩টি সমস্যার মধ্যে ৬ টি সমস্যা সমাধান করে ৩৯তম আসরে এই স্থান অর্জন করে জাবি।প্রথম হয়েছে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি যারা ১১ টি সমস্যার সমাধান করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি।তৃতীয় স্থানে রয়েছে হার্ভাড ইউনিভার্সিটি , চতুর্থ মস্কো ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি এবং পঞ্চম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব ওয়ারশ। তারা সবাই যৌথভাবে ১০তি সমস্যা সমাধান করে।অন্যদিকে দুটি করে সমস্যার সমাধান করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্জন করেন ১১১ তম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১১৩ তম স্থান লাভ করেন।

এম আক্কাস আলী দলের কোচকে বলেন, ‘ আমার প্রত্যাশা ছিল ৩০এর ভিতর থাকার।তবে দক্ষিণ এশিয়ায় আমরা প্রথম হওয়ায় অনেক আনন্দিত।এ সাফল্য শুধু আমাদের নয় পুরো জাহাঙ্গিরনগররের’।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।