ইন্টারনেটটেলিকমিউনিকেশন

মৌলিক অধিকারে বিনামূল্যে ইন্টারনেট

উত্তর ইউরোপের ১৩ লক্ষ জনবসতিসহ একটি দেশ যেখানের সরকার মনে করেন ইন্টারনেট নাগরিকদের একটি মৌলিক অধিকার। তাই এস্তোনিয়ার যে-কোনো স্থানে পাবেন বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। শুধু বিনামূল্যে ইন্টারনেটই নয়, সেখানকার প্রায় সব ধরণের সরকারি সেবাও অনলাইনভিত্তিক৷

মৌলিক অধিকারে বিনামূল্যে ইন্টারনেট

বর্তমানে তৃতীয় শ্রেণিতে পড়া মার্কোস ইসোটাম নামের এক শিশু প্রোগ্রামিংয়ে হাতে খড়ি দিয়েছে পাঁচ বছর বয়স থেকে৷ এই মাত্র পাঁচ বছর বয়সে মিনি রোবট নিয়ন্ত্রণের প্রোগ্রাম বানিয়েছে সে৷ ক্ষুদে এই প্রোগ্রামার বলছে, ‘‘সফটওয়্যার বানাতে হলে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে, যেন আপনি যা চান, রোবট ঠিক তাই করে৷”

এস্তোনিয়ার তথ্য-প্রযুক্তির উন্নতির পেছনে রয়েছেন সরকারের আইটি উপদেষ্টা সিম সিকুট৷ সেখানে চাইলেই একজন নাগরিক তার ডিজিটাল আইডি দিয়ে তাঁর সব তথ্য অনলাইনেই দেখতে পারে৷ যেমন ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা, ড্রাইভিং লাইসেন্স এবং আয় সংক্রান্ত তথ্য৷ মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আবার আয়করও দাখিল করতে পারেন৷

তবে এতে সামান্য কিছু সমস্যা থাকলেও এর সমাধানও রয়েছে নাগরিকদের নিজের হাতে, ফেইসবুকের মতই প্রাইভেসি সেটআপ করা না থাকলে বা আগে থেকে ব্লক না করলে অন্যরাও এ সব তথ্য দেখতে পাবেন৷ কিন্তু সিম সিকুট বলেন, ‘‘আমরা নাগরিকদের প্রাইভেসি রক্ষার সুযোগ দিয়েছি৷ কে বা কারা তথ্য দেখছে লগবুকের মাধ্যমে তা জানা যায় রিয়েল টাইমেই জানা যায়৷ যেমন এখানে আমি দেখতে পাচ্ছি, আমার পারিবারিক ডাক্তার ও দাঁতের চিকিৎসক আমার তথ্য দেখেছেন৷ সেটা ঠিক আছে৷ কিন্তু যদি দেখি, এমন কেউ আমার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেখছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমি ব্যবস্থা নিতে পারি৷ এভাবে পুলিশ ও নার্সদের শাস্তি পাওয়ারও উদাহরণ আছে৷”

নাগরিক ও সরকারের সকল কার্যাদি অনলাইনে হওয়ার কারণে বছরে বেঁচে যায় প্রায় ৫০০ মিলিয়ন ইউরো!

তথ্যসূত্র- (ডি-ডব্লিও)

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

One thought on “মৌলিক অধিকারে বিনামূল্যে ইন্টারনেট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।