মোবাইল জানাবে ঢাকনাহীন ম্যানহোল
ঢাকায় ঢাকনা ছাড়া ম্যানহোল মানে ম্যানহোলের ঢাকনা চুরির ফলে ঘটছে প্রচুর দূর্ঘটনা ঘটছে। পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ৬০০ এর ও বেশি এক্সিডেন্ট হচ্ছে প্রতি মাসে, যার মধ্যে মোটর সাইকেল ও বাই সাইকেলের দূর্ঘটনাই বেশি। আর অন্যান্য ঘটনা তো আছেই। এই ঢাকনাহীন ম্যানহোলগুলো যদি ঢাকনা দেয়ার আগে পর্যন্ত কোনভাবে ফ্ল্যাগের মাধ্যমে মার্ক করা থাকতো তাহলেও দূর্ঘটনা কম ঘটতো কিন্তু তাও করা হচ্ছে না। তাই Brac এবং BDcyclist যৌথ উদ্যোগে তৈরী করলো এমন একটি এ্যাপ যার মাধমে আপনি জানতে পারবেন ঢাকার কোথায় কোথা ঢাকনাহীন ম্যানহোল চোরাবালির মতো ওতঁ পেতে আছে আপনার জন্যে। এই যুগান্তকারি এ্যাপটির সাইজ অত্যন্ত ছোট, মাত্র ৪ মেগাবাইটের। নিজের নিরাপত্ত্বার জন্যে এই এ্যাপটি আপনার স্মার্টফোনে ইন্সটল দিয়ে এক কোণায় রেখে দিলে আশাকরি উপকারই হবে।
দেরি না করে গুগল প্লে তে গিয়ে Road Safety Dhaka লিখে সার্চ দিলেই এ্যাপটি পেয়ে যাবেন। আর আমাদের এই নিজের দেশের মানুষের তৈরী এ্যাপগুলোকে প্লে স্টোরে স্টার দিয়ে এবং মন্তব্য করে ডেভেলপারদের উৎসাহিত করবেন বলে আশারাখি…
-ধন্যবাদ সবাইকে