টিউটোরিয়ালভিডিও

নিউসপেপার ইফেক্ট এ অসাধারণ ফটোঃ ফটোশপ টিউটোরিয়াল

নিউসপেপার ইফেক্ট এ অসাধারণ ফটোঃ ফটোশপ টিউটোরিয়াল 2

আসসালামু আলাইকুম, অনেক দিন পর আমি ডার্ক নাইট লিখছি। পড়া লেখা এবং অন্যান্য কাজের জন্য এতো দিন লিখতে পারি নাই। যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহরর রহমতে আমার গত লেখায় সবাই নতুন কিছু টিউটোরিয়াল এর জন্য অনুরোধ জানিয়েছে তাই আজ আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছি।
টিউটোরিয়াল টি একটু অন্য রকম।
টিউটোরিয়াল ভিডিও টির মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার ফোটো কে নিউসপেপার এফেক্ট এর মাধ্যমে অন্য রকম করে তৈরি করতে পারেন |

আমাদের তৈরি ফোটো টি হবে অনেকটা উপরের ফটোর মত হবে।

আমি Youtube এ FZMN Photoshop Tutorials নামে একটি channel অপেন করসি।
এইটি মুলত আপনাদের রিকুয়েস্ট বা যেধরনের ভিডিও আপনাদের দরকার যেরকম এ বানাবো।
দয়া করে subscribe করবেন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য।
কয়েকজন আমাকে t-shirt ডিজাইন এবং আরো অন্য টিউটোরিয়াল এর অনুরোধ করেছেন। ইনশা আল্লাহ আগামি তে আমি এইগুলো তৈরি করার চেষ্টা করব। এছাড়াও আপানাদের কন রিকুয়েস্ট থাকলে ফেসবুকে আথবা টিউমেন্ট এ জানাবেননিউসপেপার ইফেক্ট এ অসাধারণ ফটোঃ ফটোশপ টিউটোরিয়াল 3
 এতে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাওয়া যায়।
ইউটিউব কোন সমস্যা থাকলে আথবা কোনো নতুন ভিডিও রিকুয়েস্ট থাকলে আমাকে ফেসবুকে জানাবেন ফেসবুক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।