শহরের অনিরাপদ ম্যানহোলের তথ্য দিলে পুরস্কার
সাইক্লিস্ট ও বাইকারদের বর্ষাকালে ম্যানহোলের দুর্ঘটনা থেকে রক্ষায় ‘রোড সেফটি ঢাকা’ নামে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারী ‘সাইক্লিস্ট ও বাইকারদের’ জন্য পুরস্কার ঘোষণা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।
এক পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ৬০০ এর ও বেশি এক্সিডেন্ট হচ্ছে প্রতি মাসে, যার মধ্যে মোটর সাইকেল ও বাই সাইকেলের দূর্ঘটনাই বেশি। আর অন্যান্য ঘটনা তো আছেই। এই ঢাকনাহীন ম্যানহোলগুলো যদি ঢাকনা দেয়ার আগে পর্যন্ত কোনভাবে ফ্ল্যাগের মাধ্যমে মার্ক করা থাকতো তাহলেও দূর্ঘটনা কম ঘটতো কিন্তু তাও করা হচ্ছে না। তাই ব্র্যাক এবং বিডি সাইক্লিস্টের যৌথ উদ্যোগে তৈরীকৃত রোড সেফটি ঢাকা অ্যাপটিতে এই ঢাকনা ছাড়া ম্যানহোলগুলো সবার থেকে বেশি ঠিকমতো রিপোর্ট করে পুরস্কার জিতে নিতে পারবেন আপনিও!
গত শনিবার ব্র্যাক সেন্টারে এই অ্যান্ড্রয়েড অ্যাপটির উদ্বোধন অনুষ্ঠানে এ পুরষ্কারের ঘোষণা করা হয়। তাছাড়াও নতুন এই অভিনব অ্যাপটি নিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ে তিন মাসব্যাপী এক ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে জানা গেছে।