ওয়েবসাইট স্পিড মাপবে গুগল
ওয়েবসাইট ভিজিটরদের বেশির ভাগই মোবাইলফোন থেকে ভিজিট করে থাকেন। একটি ওয়েবসাইট ভিজিটের সময় ভিজিটররা কেমন স্পিড পান এবং কত টা দ্রুততার সাথে কাজ করতে পারেন সেদিকে নজর দিচ্ছেন ওয়েবসাইট কর্তৃপক্ষ। একটি ওয়েবসাইট মোবাইলের জন্য কতটা উপযোগি তা পরিমাপের জন্য একটি নতুন টুলস উন্মোচন করেছে গুগল। জার নাম দেয়া হয়েছে ‘থিংক উইথ গুগল’।
এর আগেও গুগল একই সেবা নিয়ে আর এক টি ওয়েবসাইট চালু করেছিল যার নাম দেয়া হয়েছিল ‘ফাস্ট ডট কম’।’ফাস্ট ডট কম’ চালুর এক সপ্তাহ পর গুগল তাদের এই টুলসের উন্মোচন করে। এই টুলসের মাধ্যমে একজন ব্যবহারকারী জানতে পারবেন তার ওয়েবসাইটটি কত টা দ্রুত কাজ করতে পারে এবং তা কতটা মোবাইল বান্ধব।
গুগল জানায়, একজন ব্যবহারকারী তার একটি ওয়েবসাইট পরিদর্শনের জন্য তিন সেকেন্ড সময় নেন। এর ভিতর ওয়েবসাইটটি লোড না হলে বেশিরভাগ ব্যবহারকারী সাইটটি থেকে চলে যান। তাই এক টি ওয়েবসাইটের ভিজিটর বাড়ার পরিমান নির্ভর করে ওই সাইটটি কত টা দ্রুতগতিতে কাজ করতে পারে।এই টুলসের মাধ্যমে ওয়েবসাইটগুলতে অনেক ভিজিটর বাড়বে এমনটাই আশা করে গুগল।
Nice To Know .This News Is Helpful For Who Involve SEO