লাইভ ভিডিও গেইমে ফেইসবুক-অ্যামাজন
বর্তমানে গেইম খেলতে পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট থেকে বড় সবাই কোন না কোন গেইমের সাথে সম্পৃক্ত আছেই। আর এখন সবারই একটু বেশি ঝোঁক অনলাইন গেইমস অথবা লাইভ গেইমসের দিকে। তাই এই সব গেইম পাগল মানুষদের জন্য জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুক নজর দিয়েছে লাইভ ভিডিও গেমের দিকে। জনপ্রিয় ভিডিও গেম ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট’ এর নির্মাতা ব্লিজার্রডের সাথে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমটি।
এখন ব্লিজার্ড গেইমাররা গেইম খেলার সময় ফেইসবুক থেকেই লগইন করতে পারবেন। এবং নিজের ইচ্ছা মত প্রতিদ্বন্দ্বী খুঁজে নিতে পারবেন। এবং যৌথভাবে খেলার জন্য খুঁজে নিতে পারবেন পছন্দমত সঙ্গীকেও।
এর মাধ্যমে ফেইসবুক অ্যামাজনের লাইভ গেমিং এর টুইচ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। বর্তমানে সারা বিশ্বে প্রতিমাসে প্রায় ১০ কোঁটি গেইমার অ্যামাজনের টুইচ ব্যবহার করেন। অন্যদিকে ফেসবুকের সাথে সংযুক্ত যে গেইমগুলো আছে সেগুলো খেলেন ৬৫ কোঁটি মানুষ।
তাই লাইভ ভিডিও গেইমিং প্লাটফর্মে টিকে থাকতে হলে এবং নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে হলে অনেক হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করতে হবে এই দুই প্রতিষ্ঠানকে।