জমির খতিয়ান এখন অনলাইনে
মাত্র ১২০ টাকা খরচে এখন থেকে ঘরে বসেই পাওয়া যাবে জমির খতিয়ান। ঢাকা জেলার ৭৭ টি উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণ সল্প খরচে খতিয়ান বা পর্চা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবে।
স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর মাধ্যমে জমির খতিয়ান প্রাপ্তির আবেদন কার্যক্রমের এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদে অবস্থিত ‘পেপারলেস কেরানীগঞ্জ ইউএনও অফিস, নলেজ ডেস্ক, এবং ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’ এর উদ্বোধনকালে একথা জানান ঢাকা বিভাগীয় বর্তমান কমিশনার হেলালুদ্দীন আহমদ।
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এই কার্যক্রমের মাধ্যমে ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কোন আবেদনকারী ওয়েব-পোর্টাল ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে সেবা প্রাপ্তির জন্য আবেদন বা অভিযোগ করতে পারবেন।
তথ্যসূত্র- দৈনিক ইত্তেফাক