আন্ড্রয়েড স্মার্টফোনে নাইট ভিশন ক্যামেরা
প্রযুক্তির কল্যাণে খুব দ্রুতই মানুষের হাতের মুঠোয় চলে আসছে নিত্যনতুন প্রযুক্তি। প্রযুক্তিময় এই বিশ্বে আমরা প্রতিনিয়ত যে প্রযুক্তি ব্যবহার করি তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্মার্টফোন। মনে মনে আমরা সকলেই চাই এই ছোট একটি ডিভাইসে যেন আরও অধিক কাজ করা যায়। মানুষের এ চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক মোবাইল প্রযুক্তির উন্নয়ন ঘটছে, তবে স্মার্টফোনের জগতে ভিন্ন কিছু উপহার নিয়ে কাজ করেছে ডেনমার্কের স্মার্টফোন নির্মাতা লুমিজন।
লুমিজন এবার বাজারে এনেছে নাইট ভিশন ক্যামেরা যুক্ত আন্ড্রয়েড স্মার্টফোন ‘লুমিজন টিথ্রি’। অ্যানড্রয়েড ৬.০ অপারেটিং সিস্টেমে চালিত বিশ্বের প্রথম নাইট ভিশন ক্যামেরা যুক্ত স্মার্টফোনটি দিয়ে অন্ধকারেও ছবি তোলা যাবে ফ্ল্যাশ লাইটের আলো ছাড়াই।
অ্যালুমিনিয়াম বডি এবং কর্নিং গরিলা গ্লাস দিয়ে ডিসপ্লে তৈরি হওয়ায় স্মার্টফোনটি দীর্ঘকাল স্থায়ী হবে। প্রাথমিকভাবে লুমিজন টিথ্রি স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশী মুদ্রায় স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ষাট হাজার টাকা।
দারুণ সফটওয়্যার