অ্যান্ড্রয়েডমোবাইল-ম্যানিয়া

বায়োমেট্রিক স্মার্টফোন নিয়ে সিম্ফনি

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর এবার বাজারে আসছে বায়োমেট্রিক স্মার্টফোন।  সিম্ফনি পরিবারে যুক্ত হলো ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) সিকিউরিটির এইচডি সিরিজের নতুন স্মার্টফোন এইচ৪০০।

Symphony-H400

চলতি মাসের ২০ তারিখেই দেশের বাজারে পাওয়া যাবে রুপালি ও কাল রঙের এই স্মার্টফোন। এছাড়াও পাওয়া যাবে পিকাবো ডট কমে। এ উপলক্ষে সিম্ফনি একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে বলা হয় এই প্রথম ক্রেতাগণ অনলাইনে  সিম্ফনির এই হ্যান্ডসেটটি অনলাইনে বুকিং দিতে পারবেন। এবং উপহার হিসেবে পাবেন একটি কার্ড বোর্ড ভিআর। স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে ৯ হাজার ৯৯০ টাকা।

হ্যান্ডসেটটির পেছনে থাকা ফিঙ্গার প্রিন্ট সেন্সরে আঙুল স্পর্শ করে তথা বায়োমেট্রিক হ্যান্ডসেটটি লক-আনলক করা যাবে। এবং ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে গ্রাহকরা তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

এছার আরও রয়েছে-

images* ২ দশমিক ৫ ডি কার্ভড শেপের এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি

আইপিএস এইচডি ডিসপ্লে।

* ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ব্যাক ক্যামেরা

* ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

*  অ্যান্ড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালোর সঙ্গে রয়েছে ১.৩ গিগাহার্টজ ৬৪

বিটের কোয়াড কোর প্রসেসর

* ২ জিবি ডিডিআর ৩ র‌্যাম

* সেটটির ইন্টারনাল স্টোরেজ ১৬ গিগা

* এক্সট্রারনাল মেমোরি ৬৪ গিগা

এছাড়াও মীরাভিশন টেকনোলজির কারণে ডিভাইসটির স্ক্রিন কালার চোখের জন্য বেশ আরামদায়ক। ফলে দীর্ঘ সময় ধরে ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস বা টেক্সটের যেকোনও কাজ করা যায়।

One thought on “বায়োমেট্রিক স্মার্টফোন নিয়ে সিম্ফনি

  • আনোয়ার

    আমি কিনতে চাই।

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।