ম্যাকবুকে অ্যাপলের সিরি
গত ফেব্রুয়ারিয়ে অনুষ্ঠিত হওয়া অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সের বড় চমকগুলোর একটি ছিল অ্যাপল ম্যাকবুকে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি যুক্ত করা। কনফারেন্সে বলা হয়েছিল খুব শীঘ্রই ম্যাকবুকে আসছে সিরি। সেই কথাই আজ কাজে প্রমানিত করল অ্যাপল।
আজ ১৩ জুন সোমবার, অ্যাপলের অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে উন্মুক্ত হওয়ার কথা সিরির ম্যাকবুক ভার্সনটি। ম্যাক অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করন ম্যাক ওএস এক্স ইআই ক্যাপিটেন আপডেটের সাথে আজকেই সিরি যুক্ত হতে পারে বলে প্রতিবেদন তৈরি করেছে প্রযুক্তি সম্পর্কিত অনেক ব্লগ।
আইফোন, আইপ্যাড এবং আইপড টাচের পর এবারে ম্যাক এবং ম্যাকবুকে ব্যবহার করা যাবে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপস সিরি। ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপসের মাঝে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী হচ্ছে অ্যাপলের সিরি। এক শিশু ও কিশোরীর জীবন বাঁচিয়ে প্রযুক্তি ব্যবহারকারীদের নিকট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে সিরি।