হ্যাকারদের নির্বাচনে নির্বাচন কমিশন ওয়েবসাইট
এবার হ্যাকারদের হ্যাকিং ওয়েবসাইট নির্বাচনে পড়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট।গত মঙ্গলবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোম পেইজে দেখা যায়, কালো ব্যাকগ্রাউন্ডে লিখা- ‘hacked by nofawkX-al। পৃথিবীর কুখ্যাত ১০ হ্যাকিং গ্রুপের মধ্যে থাকা ‘কসোভো লিবারেশন আর্মি’ ই ইসির ওয়েবসাইটের ওপরে বসিয়ে দিয়েছিল কসভো লিবারেশন আর্মির প্রতীক।
হ্যাকারদের টার্গেটে এবারই প্রথম নয় এর আগেও এ বছরেই মে মাসে এবং ২০১৪ সালের জুন মাসে আরও দুই দফা হ্যাকারদের দ্বারায় আক্রান্ত হয়েছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি।
এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সার্ভার নয় কেবলমাত্র ওয়েবসাইটটির হোম পেজ হ্যাক হয়েছে। ওয়েবসাইটের অন্যান্য পাতাগুলো আক্রান্ত হয়নি এবং আগের মতই দেখাচ্ছে। হ্যাকরা তাদের ডিফেস পেইজে ইউটিউবের একটি লিংক যুক্ত করে দিয়েছে। সেখানে লিবারেশন আর্মির আদেম জাশারি সম্পর্কে তথ্য রয়েছে বলে জানা গিয়েছে।
সূত্র- অনলাইন নিউজ এবং জোন এইচ