উইন্ডোজ

যেভাবে উইন্ডোজ পাসওয়ার্ড রিকভার করতে পারি

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

যেভাবে উইন্ডোজ পাসওয়ার্ড রিকভার করতে পারিকাজের কথায় আশা যাক আজকে আমি আপনাদের কে যেই টিউন দিচ্ছি তাহলো  কিভাবে আমরা কম্পিউটারের উইন্ডোজ পাসওয়ার্ড রিকভার করা দেখব।

এর আগে এই রকম অনেক টিউন হয়েছে এখানে কিন্ত সেগুলো  ঠিক মতো কাজ করে না তাই আজকে মনে করলাম আপনাদের কাছে আমি এটা শেয়ার করি।

অনেক সময় আমরা উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যাই। এক্ষেত্রে নতুন করে উইন্ডোজ দিলে পাসওয়ার্ড সেট করা যায়। কিন্ত এক্ষেত্রে ডেক্সটপে গুরত্বপূর্ন কোন ফাইল থাকলে সমস্যা হয়। তাই আসুন দেখি আমরা কিভাবে পাসওয়ার্ড রিকভার করতে পারি।

অনেক সময় আমরা উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যাই। এক্ষেত্রে নতুন করে উইন্ডোজ দিলে পাসওয়ার্ড সেট করা যায়। কিন্ত এক্ষেত্রে ডেক্সটপে গুরত্বপূর্ন কোন ফাইল থাকলে সমস্যা হয়। তাই আসুন দেখি আমরা কিভাবে পাসওয়ার্ড রিকভার করতে পারি।

video link:

আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।

 

ইউটিউব / YouTube  চ্যানেল / Channel এ রেজওয়ানুল জান্নাত

আমাদের চ্যানেল এ অনেক টিপস অ্যান্ড টিউটোরিয়াল আছে।
সবাই ভালো থাকবেন। আর সময় হলে আমার ইউটিউব / You  Tube চ্যানেল / Channel এ ঘুরে আসবেন ভালো লাগলে Subscribe করতে ভুলবেন না।

ফেসবুক এ রেজা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।