হতে চাইলে ওয়েব ডিজাইনার ??
ইন্টারনেট-ভিত্তিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনারদের চাহিদা অনেক। মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরি করা। ওয়েব ডিজাইনারের মূল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো বা সাইটটি দেখতে কেমন হবে তা নির্দিষ্ট করা, ডিজাইন করা। ওয়েব ডিজাইনাররা সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করে থাকেন। আবার ডায়নামিক বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইনের অংশটুকুর কাজও তাঁদের করতে হয়।
বতর্মানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি সাইটে ২০০ ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়। আমাদের দেশে ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রচুর আগ্রহী শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয়সংখ্যক এবং মানসম্মত প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেই।
অনলাইনে কাজের কোনো শেষ নেই। বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশিদের কাজেরও তাই সম্ভাবনা অফুরন্ত। তবে দুঃখজনক হচ্ছে, আমরা চাইলেও ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতে পারি না। হাতে গোনা কয়েকটি মানসম্মত প্রতিষ্ঠান থাকলেও এগুলো আবার ঢাকাভিত্তিক। তাই মফস্বলের কেউ এ সুযোগগুলো পায় না।
তবে যাঁরা ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে ক্যারিয়ার গড়তে চান তাঁরা ইন্টারনেট থেকে সংগ্রহ করে নিতে পারেন নিজেদের প্রশিক্ষণ ম্যাটেরিয়াল। ইন্টারনেটে শত শত ওয়েবসাইট রয়েছে, যেখানে সচিত্র ওয়েবসাইট ডিজাইন শেখার সুযোগ রয়েছে। রয়েছে ভিডিওচিত্রও। আবার ওয়েবসাইট ডিজাইনিং শেখার প্যাকেজসহ বিভিন্ন সিডি পাওয়া যায় অনলাইনে। তবে সেগুলো টাকা দিয়ে কিনতে হয়, যেহেতু আমাদের দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবার পক্ষে এসব ভিডিও কিনে দেখা সম্ভব নয়, তাই টরেন্ট সাইটগুলোর মাধ্যমে চাইলে সংগ্রহ করে নিতে পারেন।
ওয়েবসাইট ডিজাইনার হওয়ার জন্য মূলত এইচটিএসএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ শিখলেই হয়। আর আরেকটু ভালো পারফরম্যান্সের জন্য পিএইচপি বেসিকসহ আরো কয়েকটি প্রোগ্রামে দক্ষতা অর্জনের প্রয়োজন পড়ে। আর এসব বিষয়ে কাজ করতে করতেই অনেক কিছু শেখার এবং দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে।
কোর্সে “ওয়েব ডিজাইনিং” এর যাবতীয় যে সব বিষয় গুলো রয়েছে।
কোর্সের মধ্যে উলেক্ষযোগ্য বিষয়ঃ-
- Photoshop – ফটোশপ ও পূর্নাঙ্গ পিএসডি তৈরি।
- Drawing, Skecim, Color – ড্রয়িং, স্কেচিং, কালার কম্বিনেশন এর বিস্তারিত।
- Typography Fundamental – টাইপোগ্রাফি ফান্ডামেন্টাল।
- Web Design Fundamental- ওয়েব ডিজাইন ফান্ডামেন্টাল।
- Design – ডিজাইন এর মূলতত্ত্ব নিয়ে আলোচনা।
- HTML and CSS – এইচটিএমএল এবং সিএসএস এর অপরিহার্য অংশ।
- HTML 5, CSS 3 এর পূর্ণ ব্যবহার।
- PSD-To-HTML – পিএসডি টু এইচটিএমএল কনভার্সন।
- Responsive Web Design – রেস্পন্সিভ ওয়েব ডিজাইনিং প্রশিক্ষণ।
- JavaScript, Ajax – বেসিক জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, জেকোয়ারি।
- Theme and Design – থিম ও ডিজাইনিং সেল করার বিস্তারিত আলোচনা।
- Thimaphareste HTML and PSD থিমফরেস্টে এইচটিএমএল ও পিএসডি এপ্রুভ এর উপায় সমূহ।
- Freelancing Marketplace – ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস এর জন্য পূর্নাঙ্গ গাইডলাইন।