ফেইসবুকের সকল ম্যাসেজ গায়েব!
রাত ১২.১০, হটাৎ করেই ফেইসবুকে সেন্ড হচ্ছিল না কোন ম্যাসেজ। ভাবলাম ইন্টারনেট সংযোগ নেই, কিন্তু চেক করে দেখলাম সকল ওয়েবসাইট ঠিকমতোই চলছে। এমনকি ফেইসবুক টাইমলাইনও ঠিকমতই লোড হচ্ছে, শুধু কাজ করছে না ফেইসবুকের ম্যাসেজিং সার্ভিস।
কাউকে যেমন নতুন বার্তা পাঠানো যাচ্ছেনা তেমনি আগের দেওয়া বার্তাগুলোরও হদিস নেই। সার্ভার মেইন্টেন্সের কাজ চলছে নাকি তাদের হার্ডডিস্কগুলোই গেল?
নাহ, এ যাত্রায় শেষ পর্যন্ত বেঁচে গেছে ম্যাসেজগুলো, রাত ১২ টা ৪০ মিনিটেই আবার আগের মত সবকিছু ফিরে এসছে ইনবক্সে। ডেক্সটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারে ফেইসবুক ব্যবহারকারীদের সবকিছু ঠিকঠাক থাকলেও মোবাইলে ফেইসবুক ব্যবহারকারীদের অভিযোগ এখনও ফেইসবুকের এই সমস্যার সমধান হয়নি। ঠিক কি ধরনের সমস্যা হয়েছিল তা নিয়ে এখনও কিছু জায়নায়নি ফেইসবুক কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে নতুন হার্ডডিস্ক সংযোজন অথবা সার্ভারের ডেটা ব্যাকআপ নেওয়ার সময় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আবার কয়েকজন ব্যবহারকারী বলছেন মাঝে মাঝেই ফেইসবুকে এ ধরনের সমস্যা হয়ে থাকে।