অনলাইনে ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন
ঝামেলাবিহীন অনলাইন ডোমেইন রেজিস্ট্রেশন সেবা চালু করল বিটিসিএল। মাত্র ১৫০০ টাকায় যে কেউ এখন কাঙ্খিত ডোমেইন নেইম কিনতে পারবে অনলাইনেই। এবং হোস্টিং নেমসার্ভার পরিবর্তনও করতে পারবেন ঘরে বসে। অনলাইন সার্ভিস চালুর পূর্বে বিটিসিএল এর ডট বিডি ডোমেইন কিনতে গেলে সময় লাগতো ৭-১৫ দিন পর্যন্ত এবং ঢাকা শহরের ট্রাফিক জ্যামে আর রোদে পুড়ে ঘামে গা ভিজিয়ে বিটিসিএল অফিসে যাতায়াত সমস্যা তোঁ আছেই।
নাগরিকদের ঝামেলার হাত থেকে রক্ষায় বিটিসিএল এর এ উদ্যোগ ভালো ফলাফল বয়ে আনবে বলে ধারণা করছেন অনেকেই। তাছাড়াও যারা এসকল ঝামেলার কারনে ডট বিডি ডোমেইন এড়িয়ে চলতেন তারা এখন দেশীয় ডোমেইন সেবা গ্রহনে আগ্রহী হবেন।টেলিটক সিমের মাধ্যমে ভ্যাট ও টেলিটক চার্জসহ ১৮৭৫ ২ বছর মেয়াদি ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করা যাবে। ডট বিডি ডোমেইন অনলাইন রেজিস্ট্রেশন লিংক।
দেশের নামে পরিচিত হোক আপনার ওয়েবসাইট।