ইন্টারনেটসর্বশেষ টেক নিউজ

অনলাইনে ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন

ঝামেলাবিহীন অনলাইন ডোমেইন রেজিস্ট্রেশন সেবা চালু করল বিটিসিএল। মাত্র ১৫০০ টাকায় যে কেউ এখন কাঙ্খিত ডোমেইন নেইম কিনতে পারবে অনলাইনেই। এবং হোস্টিং নেমসার্ভার পরিবর্তনও করতে পারবেন ঘরে বসে। অনলাইন সার্ভিস চালুর পূর্বে বিটিসিএল এর ডট বিডি ডোমেইন কিনতে গেলে সময় লাগতো ৭-১৫ দিন পর্যন্ত এবং ঢাকা শহরের ট্রাফিক জ্যামে আর রোদে পুড়ে ঘামে গা ভিজিয়ে বিটিসিএল অফিসে যাতায়াত সমস্যা তোঁ আছেই।

dotbd-domain-registration

নাগরিকদের ঝামেলার হাত থেকে রক্ষায় বিটিসিএল এর এ উদ্যোগ ভালো ফলাফল বয়ে আনবে বলে ধারণা করছেন অনেকেই। তাছাড়াও যারা এসকল ঝামেলার কারনে ডট বিডি ডোমেইন এড়িয়ে চলতেন তারা এখন দেশীয় ডোমেইন সেবা গ্রহনে আগ্রহী হবেন।টেলিটক সিমের মাধ্যমে ভ্যাট ও টেলিটক চার্জসহ ১৮৭৫ ২ বছর মেয়াদি ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করা যাবে। ডট বিডি ডোমেইন অনলাইন রেজিস্ট্রেশন লিংক

 দেশের নামে পরিচিত হোক আপনার ওয়েবসাইট।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।