গাঁজা চাষে মাইক্রোসফট
এবার গাঁজা চাষ ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। এটি মাইক্রোসফটের নতুন একটি সামাজিক কার্যক্রমও বলা যেতে পারে। কি পড়লেন? গাঁজা চাষ আবার সামাজিক কার্যক্রম! এত বড় টেক জায়ান্ট শেষ পর্যন্ত গাঁজা চাষে! এটা দেখে চোখ কপালে উঠবে, এটাই স্বাভাবিক।
হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন, কিছুদিন আগে আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গবেষকরা গাঁজাতে ক্যান্সারসহ আরও কয়েকটি রোগ নিরাময় করার ঔষধি উপাদান পায়। তাই আমেরিকান সরকার গাঁজা থেকে ঔষধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আর সেই কাজটি পায় সে দেশেরই একটি ঔষধ প্রস্তুতকারী সংস্থা। এই সংস্থার সাথেই গাঁজা চাষে নামছে মাইক্রোসফট।