সর্বশেষ টেক নিউজ

গাঁজা চাষে মাইক্রোসফট

এবার গাঁজা চাষ ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। এটি মাইক্রোসফটের নতুন একটি সামাজিক কার্যক্রমও বলা যেতে পারে। কি পড়লেন? গাঁজা চাষ আবার সামাজিক কার্যক্রম! এত বড় টেক জায়ান্ট শেষ পর্যন্ত গাঁজা চাষে! এটা দেখে চোখ কপালে উঠবে, এটাই স্বাভাবিক। গাঁজা চাষে মাইক্রোসফট

হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন, কিছুদিন আগে আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গবেষকরা গাঁজাতে ক্যান্সারসহ আরও কয়েকটি রোগ নিরাময় করার ঔষধি উপাদান পায়। তাই আমেরিকান সরকার গাঁজা থেকে ঔষধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আর সেই কাজটি পায় সে দেশেরই একটি ঔষধ প্রস্তুতকারী সংস্থা। এই সংস্থার সাথেই গাঁজা চাষে নামছে মাইক্রোসফট।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।