আইফোনসর্বশেষ টেক নিউজ

নকল আইফোন ৬ ও আইফোন ৬এস

অ্যাপলের নতুন আইফোনের ডিজাইন নকল বলে নানান সমালোচনার ঝড় উঠেছে অনলাইনে। বেইলির ১০০সি মডেলের স্মার্টফোনটির প্যাটেন্ট নকল করে অ্যাপলের আইফোন-৬ এবং আইফোন-৬এস মডেলের দুটি তৈরি করা হয়েছে বলে চীনের উচ্চ আদালতে অভিযোগ করেছে বেইজিংয়ের ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি অফিস। গতকাল এই তথ্য নিশ্চিত করেছে আমেরিকার বিখ্যাত অনলাইন ব্লগ ব্লুমবার্গ।  নকল আইফোন ৬ ও আইফোন ৬এস

বেইজিং এর সেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বেইলি অ্যাপলের আগেই তাদের ১০০সি মডেলের স্মার্টফোনটির জন্য এ ডিজাইনটি তৈরি করেছিল। বেইজিংয়ের বাজারে অ্যাপলের এই দুটি মডেলের স্মার্টফোন বিক্রির স্থগিতাদেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আইফোন-৬ এবং আইফোন-৬এস মডেল দুটির বিক্রি অব্যাহত রাখতে উচ্চ আদালতে আপিল করেছে অ্যাপল কর্তৃপক্ষ। এদিকে গত শুক্রবার অ্যাপেলের শেয়ারের দাম কমেছে প্রায় ২ দশমিক ১ শতাংশ।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।