নকল আইফোন ৬ ও আইফোন ৬এস
অ্যাপলের নতুন আইফোনের ডিজাইন নকল বলে নানান সমালোচনার ঝড় উঠেছে অনলাইনে। বেইলির ১০০সি মডেলের স্মার্টফোনটির প্যাটেন্ট নকল করে অ্যাপলের আইফোন-৬ এবং আইফোন-৬এস মডেলের দুটি তৈরি করা হয়েছে বলে চীনের উচ্চ আদালতে অভিযোগ করেছে বেইজিংয়ের ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি অফিস। গতকাল এই তথ্য নিশ্চিত করেছে আমেরিকার বিখ্যাত অনলাইন ব্লগ ব্লুমবার্গ।
বেইজিং এর সেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বেইলি অ্যাপলের আগেই তাদের ১০০সি মডেলের স্মার্টফোনটির জন্য এ ডিজাইনটি তৈরি করেছিল। বেইজিংয়ের বাজারে অ্যাপলের এই দুটি মডেলের স্মার্টফোন বিক্রির স্থগিতাদেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আইফোন-৬ এবং আইফোন-৬এস মডেল দুটির বিক্রি অব্যাহত রাখতে উচ্চ আদালতে আপিল করেছে অ্যাপল কর্তৃপক্ষ। এদিকে গত শুক্রবার অ্যাপেলের শেয়ারের দাম কমেছে প্রায় ২ দশমিক ১ শতাংশ।