আপনি কি খবর না পড়েই ফেইসবুকে শেয়ার করেন?
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউটের গবেষকেরা তাদের এক গবেষণার মাধ্যমে বের করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা ৫৯ শতাংশ লিংকে কেউ কখনো ক্লিকই করে না। এবং শতকরা ৬০ ভাগ মানুষই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর শেয়ার করেন না পড়েই ! তাঁরা টুইটারে একটি সংবাদের ২৮ লাখ শেয়ারের পোস্টটি নিয়ে বিশ্লেষণ করে এ তথ্য আবিষ্কার করেছেন।
প্রতি ১০ জনের ৬ জনই খবর না পড়ে ফেসবুকে/টুইটারে শেয়ার করেন। গবেষকদের দাবি, বর্তমান তরুন সমাজের কাছে খবরের উৎস হিসেবে এখন টিভির চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমের জনপ্রিয়তা অনেক বেশি। তবে খবরে কী লেখা আছে, তা না পড়েই শুধু ধু হেডলাইন দেখেই শেয়ার করেন বেশিরভাগ তরুন। না পড়ে খবর শেয়ার করার এ প্রবণতা রাজনৈতিক ও সাংস্কৃতিক মতামতের যৌথ প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই।
গবেষক আরনড লেগট বলেন, পড়ার চেয়ে লিংক শেয়ার করতে বেশি পছন্দ করে মানুষ। অর্থাৎ, নিজে জানার চেয়ে অন্যকে জানাতে আগ্রহ বেশি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।