হারিয়ে গেল ডট বাংলা ডোমেইন এক্সটেনশান
ভেস্তে গেছে ডট বাংলা ডোমেইন নেইমের কার্যক্রম। আইডিএন এর তথ্যমতে ডট বাংলা (.বাংলা) ব্যবহারের অধিকার হারিয়েছে বাংলাদেশ।২০১২ সালে ডোমেইনের এক্সটেনশানে ডট বাংলা ব্যবহারের অনুমতি পেলেও বিগত তিন বছরেও তা কার্যকর করতে না পারায় ডোমেইন এক্সটেনশান ব্যবহারের অধিকার হারিয়েছে বাংলাদেশ।
ডোমেইন নেম এক্সটেনশান ব্যবহারের স্বীকৃতি দেওয়া একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএ এনএন)-এর তালিকায় থাকা এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের জন্য আইসিএএনএনের স্বীকৃত দুটি ডোমেইন এক্সটেনশানের একটি হলো ডট বাংলা (.বাংলা) ও আরেকটি হলো ডট বিডি (.BD)। তবে ডট বাংলা ব্যবহারের ক্ষমতা হারালেও ডট বিডি ডোমেইন এখনও বহাল রয়েছে। বাংলাদেশের পাশাপাশি ডট বাংলা ডোমেইন এক্সটেনশ ব্যবহারের অনুমতি পেতে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে আবেদন করে ভারত সরকার। সব দিক বিবেচনা করে আইসিএএনএন তখন ডোমেইনটি বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু তারপরেও বিটিসিএল এর গাফিলতিতে বাংলাদেশ হারালো ডট বাংলা ডোমেইন।