অ্যানড্রয়েড নউগাট: অ্যানড্রয়েড এর নতুন ভার্সন
গুগলের অ্যানড্রয়েড টিম অবশেষে ঘোষণা করল অ্যানড্রয়েড এন এর পরবর্তী ভার্সনের নাম। সর্বশেষ ভার্সন অ্যানড্রয়েডকে এখন ডাকা হবে নউগাট নামে। যার পুরো নাম হবে অ্যানড্রয়েড নউগাট।
ধারনা করা হচ্ছে বাগদাদের একটি আরব্য বই থেকে নতুন এই অ্যানড্রয়েড ভার্সনটির নাম রাখা হয়েছে।আর এই নাম নির্বাচনের দায়িত্ব যথারীতি এবারও পরে ব্যবহারকারীদের উপর। প্রতিবারের মতো এবারও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম একটি মিষ্টি জাতীও মুখরোচক খাবারের নাম নির্বাচন করেন। নউগাট হল ডিম,বাদাম,মধু, চকলেট, দিয়ে তৈরি ইউরোপের একটি মুখোরোচক মিষ্টি খাবার। যাকে নউগাট ক্যান্ডি বলা হয়।
এখন নেক্সাস ৬পি ও নেক্সাস ৫এক্স মোবাইলে গ্রাহকরা নউগেট একটি ভার্সন পাচ্ছেন। কিন্তু নউগেটের সম্পূর্ণ ভার্সনটি সামনের মাসেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।