হাবিজাবি

ঈদ ম্যাসেজ ও উইশ করুন প্রিয়জনকে

আজ ঈদ। সবাইকে শুভেচ্ছা। এই ঈদ উদযাপনের জন্য সবার জন্য কিছু মেসেজের কালেকশন নিয়ে আসলাম। ঈদের শুভেচ্ছা সবার জন্য। দেশের অবস্থা এখন বেশ খারাপ যাচ্ছে। সবাই একটু সাবধানে থাকবেন।

image-4073f5d8ca49774c752d91b0e97b57211cafdb9b586a94a5e61faf937032f6f5-V

  • হাঁসের ডিম মুরগির ডিম”দেখা হবে ঈদের দিন” ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’ ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি
  • মন চাইছে কারো সাথে কথা বলি।মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি
  • চিঠি দিয়ে নয়”ফুল দিয়ে নয়”কার্ড দিয়ে নয়”কল দিয়ে নয়”মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে জানাই সবাই কে”অগ্রিম ঈদের শুভেচছা
  • দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি
  • ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন । তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ । বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে
  • সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। এই কামনায় “ঈদ মোবারাক”
  • শপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
  • আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন। আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন। তার একটাই কারন, আজ যে ঈদের দিন।
  • পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।সবাইকে ঈদের শুভেচ্ছা
  • আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে । বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে
  • নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদের সেলামী নিও । সেমাই খেও পেট ভরে ঘুরাফেরা করো মন ভরে । ঈদ মোবারাক বলো প্রান খুলে
  • রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে । সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক
  • ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।