লিনাক্স

লিনাক্স গ্রাব মেন্যুর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিভাবে করবো?

আবারো আসলাম লিনাক্স নিয়ে অল্প কিছু কথা বলতে। (যদিও আমি আবার অল্প কথা অল্পতে শেষ করতে পারি না) আজ আপনাদের সাথে লিনাক্সের বোরিং! গ্রাব মেন্যু নিয়েই কথা বলবো। লিনাক্সের গ্রুব মেন্যু কি এবং এটা ইন্সটল ও আনইন্সটল নিয়ে আমি বিগত সময়ে দুটো লেখা দিয়েছিলাম। ও দুটো লেখা না পড়ে থাকলে বা গ্রাব মেন্যু সম্পর্কে ধারণা না থাকলে পড়ে নিতে পারেন। পোস্ট দুটির লিংক নিচে দেয়া হলো…
লিংক-১
লিংক-২

ফিরে আসছি বোরিং! গ্রাব মেন্যুর কথায়। আজকের বিষয় বোরিং! গ্রাব মেন্যুর চেহারা পরিবর্তন করা অর্থাৎ একে একটু সৌন্দর্য প্রদান করে এর বরিং ভাবটা দূর করা। সাধারণত লিনাক্সের ডেস্কটপ এনভারণমেন্ট আমরা খুব সহজে সুন্দর করে নিলেও এর গ্রাব মেন্যু আগের মতোই থেকে যায় আর গ্রাব মেন্যুতে যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া থাকে তা বেশিরভাগ সময়ই চমকপ্রদ হয় না। আসুন দেখি কিভাবে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়।
(উবুন্টু লিনাক্স বা এর মতো যেগুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড গ্রাব ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায় তা দেখবো)

kali-dragon

 

 

কালি লিনাক্স টার্মিনাল

আমার কম্পিউটারে কালি লিনাক্স ইন্সটল দেয়া আছে আমি তাই এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা হয়তো বেশিরভাগই জানেন উবুন্টু আর কালি ভাই-ব্রাদার টাইপ তাই এদের কমান্ডেও প্রায় সব একই। প্রথমেই আমরা /usr/share/desktop-base/ এই ডিরেক্টরিটি ওপেন করবো। তার জন্যে আমাদের টার্মিনালে টাইপ করতে হবে-
xdg-open /usr/share/desktop-base/
(xdg-open কমান্ড ব্যাবহার করে ফোল্ডারের লোকেশন দেখিয়ে সেই ফোল্ডারটি ওপেন করা হয়)
এই ফোল্ডারটি ওপেন করলেই আমরা এখানে একটি ফাই দেখতে পাবো যার নাম- grub_background.sh
ফাইলটি ওপেন করুন তাহলে প্রথম লাইনেই আপনি দেখতে পাবেন সেই ইমেজের লোকেশন দেয়া আছে যা বর্তমানে গ্রাব মেন্যুর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাবহৃত হচ্ছে। অনেকটা এমন-
WALLPAPER= /usr/share/images/desktop-base/grub-background.png
চলুন দেখে আসি ঐ ফোল্ডারে এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে কিনা। তাহলে আমাদের আবার টার্মিনালে টাইপ করতে হবে-
xdg-open /usr/share/images/desktop-base/
কি? ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটি পেয়েছেন? এখন একটা কাজ করি, আমরা আমাদের মতো পছন্দের যেই ছবিটি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেটা এই ফোল্ডারে এনে কপি করে রাখি। ধরুন আমাদের ইমেজ ফাইলটির নাম- grey_kali.jpg

কালি লিনাক্স ওয়ালপেপার
এবার যে কাজ করতে হবে তাহলো- grub_background.sh ফাইলটিতে আমাদের কাঙ্খিত ইমেজের লোকেশন দেখিয়ে দিতে হবে।
লোকেশনটা কি হবে বুঝতে পারছেন তো?
WALLPAPER= /usr/share/images/desktop-base/grey_kali.jpg
ব্যাস কাজ শেষ এবার Ctrl+s চেপে ফাইলটি সেভ করুন এবং ক্লোজ করে দিন।
এখন সব ফোল্ডার একে একে ক্লোজ করে টার্মিনালে আসি…

কালি লিনাক্স গ্রাব আপডেট
টার্মিনালে লিখুন-
update-grub
এবং এন্টার চাপুন।
গ্রাব মেন্যু আপডেট হয়ে গেলে কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন গ্রাব মেন্যুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে কিনা… 😀
চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার ছবি বা আপনার গার্লফ্রেন্ডের ছবিও দিতে পারেন… :p

ছোট্ট একটি টিপস নিয়ে লিখতে গিয়ে অনেক কথা বলে ফেললাম আপনাদের বোঝার স্বার্থে। কাজটা কিন্তু আসলে এত লম্বা না আমার লেখার মতো। স্টেপ মাত্র তিনটা-
১। xdg-open /usr/share/desktop-base/ (grub_background.sh ওপেন করুন)
২। WALLPAPER= এডিট করে আপনার সেই ছবির লোকেশন দেখিয়ে দিন। (এক্সটেনশন সহ। png,jpg)
৩। update-grub গ্রাব আপডেট দিন…

আশাকরি ছোট্ট লেখাটা ছোট্ট কোন ভালোলাগার কারণ হতে পারে আমার মতো আনাড়ি লিনাক্স ইউজার দের জন্যে।
এরকম টুকটাক হাবিজাবি পোস্ট পেতে আমার এই ব্লগের ফেইসবুক পেইজ ছেঁড়া ডায়েরী – ব্লগ এ লাইক দিয়ে ঝুলে থাকুন :p
-ধন্যবাদ

পূর্বপ্রকাশিতঃ এখানে

সজীব

ভালবাসি পড়তে ও চেষ্টা করি লিখতে। লিখতে মাঝে মাঝে ইচ্ছে হয় বলে মানুষের গল্প শুনি, মানুষের সাথে কথা বলি, আড্ডা দেই... এভাবেই কিছু শিখি, সেভাবেই লিখি। এখানে আমার নিজের কৃতিত্ব নেই। সব আপনাদের, মানে আপনারা যারা কিনা আমার সাথে আড্ডা দেন তাদের...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।