টিপস/ট্রিক্স

ফেসবুকে প্রাইভেট প্রোফাইল পিকচার বড় করে দেখা

ফেসবুকে প্রাইভেট প্রাইভেসি সেট করা প্রোফাইলের পিকচারে ক্লিক করলেও আকারে অনেক ছোট দেখা যায়। আবার কেউ অনলি ফ্রেন্ডস প্রাইভেসি সেট করে রাখলেও আপনি তার ফ্রেন্ড লিস্টে না থাকলে বড় করে তার প্রোফাইল পিকচার দেখতে পারবেন না। তো ধরুন, ফেসবুকে আপনি কারো প্রোফাইল সার্চ দিলেন বা কোন সুন্দরি মেয়ের প্রোফাইল ফেসবুক তার সাজেস্ট লিস্টে দিয়ে দিল। বড় করে না দেখতে পারলে তো বিরাট সমস্যা!

এই বিরাট সমস্যার রয়েছে একটি সহজ সমাধান। সমাধানটি জানতে চান তাহলে অনলি মি/ফ্রেন্ডস প্রাইভেসি সেট করা এমন কোন টার্গেটেড আইডির উপর  নিচের কাজগুলো ধাপে ধাপে চালিয়ে যান।

  • প্রোফাইলের ছবিতে মাউস কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক করুন। ইমেজ বড় করে দেখা
  •  দেখুন অনেকগুলো অপশন আসবে।এখান থেকে “Copy image URL” এ ক্লিক করুন এবং এখন ক্লিক করার সাথে সাথে একটি এড্রেস লিঙ্ক স্বয়ংক্রিয়
    ভাবে কপি হয়ে যাবে।

 

  • এবার নতুন Tab খুলুন এবং URL Adress Link এ Paste(Ctrl+V) করুন যা নিচের ছবির মত দেখবেন।

লিংক-কপি

এখানে আপনি ছবিটি বড় করে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।