ফেসবুকে প্রাইভেট প্রোফাইল পিকচার বড় করে দেখা
ফেসবুকে প্রাইভেট প্রাইভেসি সেট করা প্রোফাইলের পিকচারে ক্লিক করলেও আকারে অনেক ছোট দেখা যায়। আবার কেউ অনলি ফ্রেন্ডস প্রাইভেসি সেট করে রাখলেও আপনি তার ফ্রেন্ড লিস্টে না থাকলে বড় করে তার প্রোফাইল পিকচার দেখতে পারবেন না। তো ধরুন, ফেসবুকে আপনি কারো প্রোফাইল সার্চ দিলেন বা কোন সুন্দরি মেয়ের প্রোফাইল ফেসবুক তার সাজেস্ট লিস্টে দিয়ে দিল। বড় করে না দেখতে পারলে তো বিরাট সমস্যা!
এই বিরাট সমস্যার রয়েছে একটি সহজ সমাধান। সমাধানটি জানতে চান তাহলে অনলি মি/ফ্রেন্ডস প্রাইভেসি সেট করা এমন কোন টার্গেটেড আইডির উপর নিচের কাজগুলো ধাপে ধাপে চালিয়ে যান।
- প্রোফাইলের ছবিতে মাউস কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক করুন।
- দেখুন অনেকগুলো অপশন আসবে।এখান থেকে “Copy image URL” এ ক্লিক করুন এবং এখন ক্লিক করার সাথে সাথে একটি এড্রেস লিঙ্ক স্বয়ংক্রিয়
ভাবে কপি হয়ে যাবে।
- এবার নতুন Tab খুলুন এবং URL Adress Link এ Paste(Ctrl+V) করুন যা নিচের ছবির মত দেখবেন।
এখানে আপনি ছবিটি বড় করে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।