টেকফান কার্টুন গ্যালারি ১
প্রযুক্তি আমাদের দিয়েছে স্বাচ্ছন্দ্য, তবে তার ব্যবহার অপব্যবহার কিংবা অতিব্যবহার প্রতিদিনের জীবনে নানান বিড়ম্বনারও জন্ম দেয়। আর যেখানেই বিড়ম্বনা সেখানেই কার্টুন! হ্যা টেকপ্রেমী, বিড়ম্বনা আর অসঙ্গতি তুলে ধরতে কার্টুন বা ব্যঙ্গচিত্রের জুড়ি নেই। তাহলে প্রযুক্তির বিড়ম্বনা আর নানান মজার ঘটনা নিয়ে কার্টুন হবেনা কেনো? আজ বাংলাদেশের টেক জগতে একমাত্র ব্লগ হিসেবে টেকমাস্টারব্লগ আপনাকে দিতে যাচ্ছে প্রযুক্তির নানা বিড়ম্বনা নিয়ে আঁকা কার্টুনের নিখাদ বিনোদন!
কার্টুনগুলো কার একেঁছেন, পরিচয় মেলেনি। তাদের ক্রেডিট স্বীকার করছি। খটমটে(!) প্রযুক্তি বিষয়ক আলোচনার পাশে যদি এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকে, জানাতে ভুলবেননা! আরো মজার মজার আয়োজন সবার আগে পেতে চোখ রাখুন ফেইসবুক পেইজে।