রেকিট বেনকাইজার পণ্য এখন প্রিয়শপ এ
বাংলাদেশি ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম এ এখন থেকে পাওয়া যাবে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত এফ এম সি জি ব্র্যান্ড রেকিট বেনকাইজার এর পণ্য।
রোববার রাজধানীর গুলশানে রেকিট বেনকাইজারের অফিসে প্রিয়শপ ও রেকিটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে প্রিয়শপ ডটকম থেকে ক্রেতারা ঘরে বসেই হারপিক, ডেটল, ট্রিক্স, ডিউরেক্সসহ নানা ধরনের পণ্য অনলাইনে বসেই অর্ডার করে পাবেন।
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, “এই পার্টনারশিপের ফলে প্রিয়শপ ডটকমের মাধ্যমে ক্রেতারা ঝামেলাহীনভাবে রেকিটের আসল পণ্য ঘরে বসে অর্ডার করতে পারবে এবং যা তাদের দোরগোড়ায় পৌছে যাবে। বাজারের চেয়ে কম মূল্যে কিংবা বিশেষ ছাড়ে রেকিট বেনকাইজারের পণ্য বাংলাদেশের সর্বত্র পৌছে দেবে প্রিয়শপ ডটকম।
প্রিয়শপের সাথে যোগাযোগ:
আশিকুল আলম খাঁন,
প্রধান নির্বাহী কর্মকর্তা:
০১৭৫৭-১১০০৯৯