প্রযুক্তি-বাজারসর্বশেষ টেক নিউজ

পার্সোনাল কম্পিউটার বাজারে মন্দা

প্রযুক্তি বাজারে এখন আর ভালো অবস্থানে নেই পার্সোনাল কম্পিউটার। দিন দিন কম্পিউটার প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বাড়তে থাকলেও বাজারে ভালো অবস্থানে নেই কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বব্যাপী ডেক্সটপ পিসি বিক্রির হার বিগত বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কমে গেছে। শুধু ডেক্সটপ বিক্রয়ই নয় প্রযুক্তি বাজারে চাহিদা কমে গেছে ল্যাপটপ কম্পিউটারেরও। টানা ছয় মাস ধরে পার্সোনাল কম্পিউটার বিক্রির পরিমান কমে যাচ্ছে ধারাবাহিকভাবে। কম্পিউটার বাজারের এই মন্দা অবস্থায় “হার্ডওয়্যার অ্যাজ আ সার্ভিস বা হার্ডওয়্যার সেবা দেওয়ার ব্যবসা” ঝুকছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পিসি নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। অর্থাৎ, কম্পিউটারসহ বিভিন্ন হার্ডওয়্যার ভাড়া দিতে শুরু করবে এইচপি। এদিকে ১৯ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষস্থানে থাকা লেনোভো আগে থেকেই ঝুঁকে রয়েছে মোবাইল ও ট্যাবলেট পিসি প্রোডাকশনে। প্রযুক্তি ব্যবহারে মানুষ সস্তা এবং সহজে বহনযোগ্য ডিভাইসের দিকে ঝুঁকছে। তাই প্রযুক্তি বাজার ধিরে ধিরে দখল করে নিতে যাচ্ছে স্মার্টফোন।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।