পেপ্যাল চুক্তি বাংলাদেশে
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে আসছে পেপ্যাল! গুজব নয়, ঘটনাটি সত্যিই। দেশের প্রযুক্তি জগতের সকলেরই এক বুক আশা আর হতাশার নাম পেপ্যাল। দিন শেষে সুখবর টা এসেই গেল।
যেকোন দেশে বসে অন্য দেশের ভোক্তা ও ক্রেতাদের কাজ সহ যেকোন লেনদেন দেশে আনা এবং আন্তর্জাতিক বাজারে ক্রয় বিক্রয়ের জনপ্রিয় একটি আর্থিক লেনদেন প্রতিষ্ঠান পেপ্যাল।
পেপ্যাল বাংলাদেশে সেবা দিতে সোনালী ব্যাংক এর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে দেশি টেক পোর্টাল টেকশহরকে বলে নিশ্চিত করেছেন ব্যাংকটিরই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিদার মো. আব্দুর রব।
এমডি দিদার ঐ টেকপোর্টালটিকে বলেন,
সব ধরণের পর্যবেক্ষণ শেষে খসড়া চুক্তি প্রস্তুত করে তাতে সই করে পেপ্যালের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। সম্প্রতি পেপ্যাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে তারাও চুক্তিতে সই করে তা পাঠিয়ে দিয়েছেন। আশা করছি শিঘ্রই চুক্তিপত্রটি পেয়ে যাবো আমরা।
উল্লেখ্য কয়েক বছর থেকেই পেপ্যাল ইস্যু নিয়ে নানান মহলের নানান জন আশা দিয়ে দেশী ফ্রীল্যান্সার দের অপেক্ষা করিয়েছেন। এবার হয়তো সেই আশার বাস্তবায়ন হতে যাচ্ছে।
পেপ্যাল নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? কিইবা প্রত্যাশা? জানান মন্তব্যে।