টিউটোরিয়ালসোশ্যাল মিডিয়া

ফেসবুক ফ্যান পেজ ক্যাটাগরি পরিবর্তন

আপনি জানেন কি ফেসবুকে পেজ ক্যাটাগরি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বিষয়? পেজ ক্যাটাগরি হচ্ছে আপনি কি ধরনের কাজের উদ্দেশ্যে পেজ পরিচালনা করবেন। আরও সহজভাবে বুঝতে গেলে, যেমন আমি ব্লগে লেখালিখি করি তাই যদি ফেসবুকে বন্ধুদের আমার ব্লগিং এর সাথে নিয়মিত আপডেট রাখতে চাই তাহলে কোন পেজ খুললে তার ক্যাটাগরি অবশ্যই ব্লগিং সিলেক্ট করব। কিন্তু পেজ খোলার সময় এটি ভুল ক্যাটাগরি নির্বাচন করেছেন? তাহলে দেখে নিন কিভাবে আপনার পেজ ক্যাটাগরি পরিবর্তন করবেন।

  • প্রথমে আপনার ফেসবুকে লগইন করে যে পেজের ক্যাটাগরি পরিবর্তন করতে চান সে পেইজে চলে যান। তবে অবশ্যই আপনাকে সে পেজের অ্যাডমিন হতে হবে।
  • তারপর কাভার পেজের ছবির নিচে অ্যাবাউট নামের একটি অপশন আছে তাতে ক্লিক করলে নিচের ছবির অনুরুপ কিছু অপশন পাবেন।  ফেসবুক-পেজ-ক্যাটাগরি
  • অ্যাবাউট থেকে ক্যাটাগরিতে যেখানে ব্লগার লেখা দেখছেন তার একটু ডানপাশে মাউসের কার্সর নিলেই নীল রঙের এডিট অপশন আসবে।

    ক্যাটাগরি-সমস্যা

  • এডিট অপশনে ক্লিক করার পর ক্যাটাগরি নির্বাচনের জন্য দুইটি বক্স পাবেন। একটি হচ্ছে মেইন ক্যাটাগরি আর নিচেরটি হচ্ছে তার সাব ক্যাটাগরি। পেজ-ক্যাটাগরি
  • সঠিকভাবে ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি নির্বাচনের পর সেভ চেঞ্জ বাটনে ক্লিক করুন। ব্যাস এবার দেখুন আপনার পেজের ক্যাটাগরি সফলভাবে পরিবর্তিত হয়ে গেছে।

ক্যাটাগরি-পরিবর্তন

লেখাটি পূর্বে মেহেদী হাসান ব্লগে প্রকাশিত।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।