ছবি রিসাইজ করা জিরো-হিরো
ছবি কিভাবে রিসাইজ করা যায় তার সহজ থেকে দক্ষ প্রক্রিয়া আলোচনা করা হয়েছে এ নথিতে।
ধরে নিচ্ছি সবাই এখন উইন্ডোজ ৭ বা তার নতুন সংস্করণ গুলো ব্যবহার করেন। এখানে মূলত ছবিকে ৮০০ × ৪০০ পিক্সেলে রিসাইজ (Resize) করার পদ্ধতি দেখানো হয়েছে। যা টেকমাস্টার ব্লগের ফিচার ইমেজ এর জন্য নির্ধারিত সাইজ।
প্রাথমিক (বিগিনার)
Windows Paint দিয়ে রিসাইজ
স্টার্ট মেনুতে গিয়ে “paint” লিখলেই Paint এর আইকন দেখতে পাবেন।
Paint চালু করে File থেকে Open এ ক্লিক করে যে ফাইলটি রিসাইজ করতে চান সেটি চালু করুন।
এবার নিচের চিত্রের নাম্বার গুলো অনুসরণ করুনঃ
- Resize বাটনে ক্লিক করুন
- Pixels রেডিও বাটনে ক্লিক করুন
- Maintain aspect ratio বক্সে টিক উঠিয়ে দিন
- Horizontal এবং Vertical বক্সে যথাক্রমে নতুন প্রস্থ (800) এবং উচ্চতা (400) লিখুন
- OK বাটনে ক্লিক করুন
Photoshop দিয়ে রিসাইজ
Photoshop চালু করে File থেকে Open এ ক্লিক করে যে ফাইলটি রিসাইজ করতে চান সেটি চালু করুন।
এবার Image থেকে Image Size… ক্লিক করুন।
এরপর নিচের ছবির নাম্বার গুলো অনুসরণ করুনঃ
- 1 নাম্বার পয়েন্ট ক্লিক করে unlinked করুন
- 2 নাম্বার পয়েন্টে Pixel দেখিয়ে দিন
- 3 নাম্বার পয়েন্টে Width এবং Height ঘরে যথাক্রমে নতুন প্রস্থ (800) এবং উচ্চতা (400) দিন।
- OK বাটনে ক্লিক করুন
দক্ষ (অ্যাডভান্স)
উপরের নিয়মে অর্থাৎ সরাসরি ছবি রিসাইজ করলে ছবির রেশিও কিন্তু ঠিক থাকেনা.. এরকম হতে পারে আপনার কাছে একটি স্কয়ার ছবি আছে। সেটিকে ৮০০ × ৪০০ পিক্সেল এ সরাসরি রিসাইজ করলে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে।
তাই এখন আমরা ফটোশপ ব্যবহার করে এ সমস্যাটি সমাধানের চেষ্টা করব।
বেশী লম্বা ছবিকে রিসাইজ
ধরি, আমাদের ছবিটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য বেশী।
ধাপ ১
প্রথমে আমরা রেশিও (ratio) ঠিক রেখে ছবির height ঠিক করব।
এর জন্য প্রথমে ছবিটিকে ফটোশপে চালু করুন। এবার Image থেকে Image Size… ক্লিক করুন।
এরপর নিচের ছবির নাম্বার গুলো অনুসরণ করুনঃ
- 1 নাম্বার পয়েন্ট ক্লিক করে linked করুন
- 2 নাম্বার পয়েন্টে Pixel দেখিয়ে দিন
- 3 নাম্বার পয়েন্টে Height ঘরে নতুন উচ্চতা (400) দিন।
- OK বাটনে ক্লিক করুন
ধাপ ২
এবার আমরা ছবির width ঠিক করব। এর জন্য Image মেনু থেকে Canvas Size… ক্লিক করুন।
এরপর নিচের ছবির নাম্বার গুলো অনুসরণ করুনঃ
- Relative টিক বক্স থেকে টিক উঠিয়ে দিন।
- Width বক্সে নতুন প্রস্থ (800) লিখুন।
- OK দিন।
উপরের ধাপ গুলো নিচের চিত্রে একত্রে চিত্রায়িত করা হয়েছেঃ
বেশী প্রস্থ ছবিকে রিসাইজ
ধরি, আমাদের ছবিটি দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ বেশি।
ধাপ ১
প্রথমে আমরা রেশিও (ratio) ঠিক রেখে ছবির Width ঠিক করব।
এর জন্য প্রথমে ছবিটিকে ফটোশপে চালু করুন। এবার Image থেকে Image Size… ক্লিক করুন।
এরপর নিচের ছবির নাম্বার গুলো অনুসরণ করুনঃ
- 1 নাম্বার পয়েন্ট ক্লিক করে linked করুন
- 2 নাম্বার পয়েন্টে Pixel দেখিয়ে দিন
- 3 নাম্বার পয়েন্টে Width ঘরে নতুন প্রস্থ (800) দিন।
- OK বাটনে ক্লিক করুন
ধাপ ২
এবার আমরা ছবির height ঠিক করব।
এর জন্য Image মেনু থেকে Canvas Size… ক্লিক করুন।
এরপর নিচের ছবির নাম্বার গুলো অনুসরণ করুনঃ
- Relative টিক বক্স থেকে টিক উঠিয়ে দিন।
- Height বক্সে নতুন দৈর্ঘ্য (400) লিখুন।
- OK দিন।
নিচের চিত্রে ধাপগুলো একত্রে চিত্রায়িত করা হয়েছেঃ
উপরের ধাপ গুলো কয়েকবার অনুশীলন করলে আশাকরি যেকোনো ধরনের ছবিকে রিসাইজ করতে ঝামেলা হবে না।
কোন প্রশ্ন থাকলে অথবা রিসাইজ করার অন্য কোনো সহজ কৌশল জানা থাকলে মন্তব্যে
ভালো হয়েছে পোস্টটি ৮/১০ 😀
১০/১০ পেলাম না.. 🙁
পোষ্ট সম্পর্কে সাজেশন গুলো জানাবেন.. 🙂
🙂
ধন্যবাদ, ফটোশপে কিভাবে ছবি ট্রান্সপারেন্ট করতে হয় তা নিয়েও একটি সহজ টিউটোরিয়াল আশা করছি।
ইনশাল্লাহ.. 🙂