নিরাপদ মোবাইল রিচার্জঃ প্রাইভেসি নিয়ে বাংলালিংকের পিন রিচার্জ সেবা
অনেক সময়ই অপরিচিত নাম্বার থেকে ফোন পেয়ে বিরক্ত হন না এমনটা খুজে পাওয়া ভার, আর মেয়েদের ক্ষেত্রে এই ঘটনাতো আরো ঘন ঘন হয়। এর পিছনে যে ব্যপারতি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তা হল রিচার্জ করতে গিয়ে নাম্বারটি দিয়ে আসা। এখানে থেকেই অনেক ক্ষেত্রে প্রাইভেসী ভং হয়। আর এর সমাধানেই বাংলালিংক মোবাইল অপারেটর নিয়ে এসেছে ১০ সংখ্যা বিশিষ্ট পিন বেইজড রিচার্জ।
তাই এখন রিচার্জ করুন নিরাপদে বাংলালিংক পিন বেইজড রিচার্জের মাধ্যমে!
বাংলালিংক নিয়ে এল গ্রাহকদের সুবিধার জন্য নতুন সার্ভিস- PIN Based Recharge (পিনের মাধ্যমে রিচার্জ)। এই সার্ভিসে সকল বাংলালিংক গ্রাহক মোবাইল নাম্বার ব্যবহার না করেই পিন নাম্বারের মাধ্যমে মোবাইলে রিচার্জ করতে পারবেন।
পিন নাম্বার পেতে গ্রাহককে ‘PIN’ টাইপ করে 7326 নাম্বারে SMS করতে হবে।
SMS করার পর একটি পিন নাম্বার স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের কাছে চলে আসবে, যা ১০ সংখ্যাবিশিষ্ট একটি নাম্বার। গ্রাহক নিজের পছন্দের পিন নাম্বার পেতে চাইলে ‘PIN’ টাইপ করে স্পেস দিয়ে নিজের ১০ সংখ্যাবিশিষ্ট পছন্দের পিন নাম্বার লিখে 7326 নাম্বারে SMS করতে হবে। পছন্দের পিন নাম্বারটি 019 দিয়ে শুরু করা যাবেনা।
গ্রাহক রিচার্জ করার সময় তার পিন নাম্বারটি নিয়ে বিক্রেতাকে দিবে এবং বিক্রেতা গ্রাহকের পিন নাম্বারটি গ্রাহকের মোবাইল নাম্বার হিসেবে ব্যবহার করবে।
গ্রাহক পিন নাম্বার পরিবর্তন করতে চাইলে ‘MPIN’ লিখে স্পেস দিয়ে পুরানো পিন নাম্বার টাইপ করে স্পেস দিয়ে নতুন পিন নাম্বার লিখে 7326 নাম্বারে SMS করতে হবে।
SMS -এর মাধ্যমে রেজিস্ট্রেশন:
‘PIN’ টাইপ করে 7326 নাম্বারে SMS করতে হবে।
পছন্দের পিন নাম্বার সেট করতে:
‘PIN’ টাইপ করে স্পেস দিয়ে নিজের পছন্দের পিন নাম্বারটি লিখে 7326 নাম্বারে SMS করতে হবে।
পিন নাম্বার পরিবর্তন করতে:
‘MPIN’ টাইপ করে স্পেস দিয়ে পুরানো পিন নাম্বার টাইপ করে স্পেস দিয়ে নতুন পিন নাম্বার লিখে 7326 নাম্বারে SMS করতে হবে।
USSD -এর মাধ্যমে রেজিস্ট্রেশন:
পছন্দের পিন নাম্বার সেট করতে:
*681*পছন্দের পিন নাম্বার#
পিন নাম্বার পরিবর্তন করতে:
*682*পুরানো পিন নাম্বার*নতুন পিন নাম্বার#
বিস্তারিত জানতে কল করুন ১২১ অথবা ০১৯১১৩০৪১২১ নাম্বারে অথবা আপনার নিকটস্থ বিক্রেতা বন্ধুর সাথে যোগাযোগ করুন। সূত্রঃ ফেবু পেইজ
পাঠকের কাছে জিজ্ঞাসাঃ
আপনার কি মনে হয় এই পিন বেইজড রিচার্জ সেবা নাম্বার নিরাপত্তায় কর্যকর ভূমিকা রাখবে ?