বাংলাদেশি নিজস্ব অভিধান? নাকি গুগল ট্রান্সলেট? জানুন ও মতামত দিন

স্বাধীন অভিধান ক্লাউড কি? এ প্রজেক্টটি কেন করা হচ্ছে? এর ভবিষ্যৎ কি? জানুন এবং আপনার মতামত আমাদের জানান…

স্বাধীন অভিধান

স্বাধীন অভিধান হচ্ছে বাংলাদেশের প্রথম ইউনিকোড ভিত্তিক বাংলা-ইংরেজি অভিধান।

বাংলা ইউনিকোড ভিত্তিক অভিধানের অভাব এবং প্রচলিত ডেস্কটপ অভিধান সফটওয়্যারের উন্নত বৈশিষ্ট্যের অভাববোধ থেকে এ প্রজেক্টটি তৈরি করা হয়। ৩০ সেপ্টেম্বর ২০১২ তে ডেস্কটপের জন্য প্রথম স্ট্যাবল সংস্করণ প্রকাশ করা হয়। এ বছরে (২০১৬) এ অ্যান্ড্রয়েড সংস্করণও বের করা হয়।

স্বাধীন অভিধান ডেস্কটপ সংস্করণ সম্পর্কে আরো জানতে এখানে এবং অ্যান্ড্রয়েড সংস্করণ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

এ বছর (২০১৬) তে স্বাধীন অভিধান (ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড সংস্করণ) এবং ডেটাবেজ ওপেন-সোর্স করা হয়।

স্বাধীন অভিধান ক্লাউড (এছাড়া পরিচিত: মুক্ত বাংলা-ইংরেজি অভিধান ডেটাবেজ)

স্বাধীন অভিধান ক্লাউড হচ্ছে বাংলা-ইংরেজি অভিধান ডেটাবেজ তৈরির প্রজেক্ট, প্রজেক্টটি হবে ওপেন-সোর্স, ডেটাবেজ হবে সম্পূর্ণ উন্মুক্ত, এবং এটি তৈরি হবে সবার অংশগ্রহণেই।

এটি,

সবার জন্য
সবার দ্বারা তৈরি
বৃহত্তম অভিধান ডেটাবেজ

সুবিধা সমূহ

  1. ডেটাবেজ সম্পূর্ণ উন্মক্ত, ওপেন-সোর্স লাইসেন্সের আওতায় যে কোনো প্রয়োজনে ডেটাবেজ যে কেউ ব্যবহার করতে পারবেন।
  2. স্বাধীন অভিধানের মাধ্যমে ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন ডেটাবেজটি।
  3. ডেটাবেজে অনুসন্ধানের জন্য উন্নত সুবিধা সহ আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল থাকবে। যেখানে গুগল define ডিকশনারি এবং গুগল ট্রান্সলেট এর মত সুবিধা দেয়ার হবে।
  4. API সুবিধা দেয়া হবে।

কেন প্রজেক্টটি প্রয়োজন?

কারণ,

  1. মুক্ত অভিধান ডেটাবেজ আমাদের জানা মতে নেই। আপনার জানা থাকলে আমাদের অনুগ্রহ করে জানান।
  2. কোনোটিই পরিবর্তনযোগ্য (Flexible) এবং বর্ধনযোগ্য (Extendable) নয়।
  3. কোনোটিই ওপেন-সোর্স সফটওয়্যারে মাধ্যমে চলছে না।
  4. সর্বোচ্চ সুবিধা যুক্ত নয় কোনোটিই।
  5. বিরক্তিকর বিজ্ঞাপন-যুক্ত সফটওয়্যার/অ্যাপ।

ইত্যাদি।

কেন প্রজেক্টটিতে সাহায্য (কন্ট্রিবিউট) করবেন?

কারণ,

  1. প্রজেক্টটি আপনার জন্যই।
  2. প্রজেক্টটি সম্পূর্ণ করতে পারলে আপনিই ইচ্ছা মত ব্যবহার করতে পারবেন।
  3. এটি হবে সবসময়ের জন্য মুক্ত এবং বিনামূল্য.. স্বাধীন..

ভবিষ্যৎ?

আমার জানা মতে দেশের কোথাও বাংলা অভিধান নিয়ে কাজ চলছে না এবং মুক্ত ডেটাবেজ নিয়েও কোনো কাজ চলছে না। তাই এ প্রজেক্টটি এ মুহুর্তে যথোপযুক্ত। আপনার জানা মতে এরকম কোনো প্রজেক্ট চলছে জানলে অনুগ্রহ করে আমাদের জানান।

যাই হোক, আমরা কাজ না করলেও গুগলের মত বড় কম্পানি গুলো কিন্তু ভাষা অভিধান নিয়ে যথেষ্ট এগিয়ে গিয়েছে। গুগল ট্রান্সলেট তার উজ্জল উদাহরণ।

কিন্তু,

  1. তাদের এ সেবা মুক্ত নয়, আপনি চাইলেই আপনার সফটওয়্যার/অ্যাপে সেগুলো ব্যবহার করতে পারবেন না।
  2. তাদের ডেটাবেজ মুক্ত নয়।

কিছুদিন আগেই আমরা গুগল ট্রান্সলেটরকে প্রায় ৪ লক্ষ এন্ট্রি উপহার দিয়েছিলাম।

আপনার মতামত?

আমাদের প্রজেক্টটি এখনো শুরু পর্যায়ে আছে। চাইলে এখানে থেকে ঢু মেরে আসতে পারেন।

প্রজেক্টটা নিয়ে আপনার মন্তব্য/মতামত কি?

এ নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

প্রজেক্টটা কি চালিয়ে যাওয়া উচিত?

নাকি গুগলের উপর বিশ্বাস রেখে আমাদের চিন্তা বাদ দেয়া উচিত?

পক্ষে/বিপক্ষে আপনার মতামত আমাদের খুব প্রয়োজন।

আপনার যেকোনো মতামতা আমাদের অনুগ্রহ করে জানান…

যোগাযোগ

অথবা মন্তব্যে জানাতে পারেন।

সোহাগ

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র... আমি টেকমাস্টার ব্লগের কোর মেম্বারদের একজন; আমরা কাজ করে যাচ্ছি বাংলায় তথ্য-প্রযুক্তি বিষয়ক ব্লগিংকে আরো এক ধাপ এগিয়ে নিতে। আশা করি আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবো আরো অনেক দুর...

2 thoughts on “বাংলাদেশি নিজস্ব অভিধান? নাকি গুগল ট্রান্সলেট? জানুন ও মতামত দিন

  • অক্টোবর 23, 2016 at 2:25 অপরাহ্ন
    Permalink

    গুগলের উপর নিরবর না হয়ে প্রজেক্ট টি অবশ্যই চালিয়ে যাওয়া উচিত।

    Reply
  • অক্টোবর 2, 2016 at 5:38 অপরাহ্ন
    Permalink

    Really I don’t understand,, please explain it betterly,, then I’ll understand it..(please don’t take it seriously.. )

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।