মোদীর গুগল টেরোরিস্ট তালিকা কেলেঙ্কারি রহস্য
আপনি জানেন কি গুগলের আদোও কোনো সন্ত্রাসী/ক্রিমিনাল/টেরোরিস্ট তালিকা নেই! তাহলে কিসের জন্য বলা হচ্ছে মোদীকে গুগলে সন্ত্রাসী তালিকায় দেখা যাচ্ছে? চলুন জানা যাক…
সাম্প্রতিক আমরা প্রায় সব সংবাদ এবং সামাজিক মিডিয়ায় এরকম একটি খবর দেখছি যে,
…গুগলের “শীর্ষ অপরাধীদের”/”শীর্ষ সন্ত্রাসী” তালিকায় নরেন্দ্র মোদী!…
আসলে এ তালিকাটা কোথায়?
গুগলের সন্ত্রাসী তালিকা
গুগলের সন্ত্রাসী তালিকা দেখতে প্রথমে www.google.com.bd/imghp এ লিঙ্ক এ যান, এর পর নিচের যে কোনো একটি সার্চ করুনঃ
- top 10 criminals
- top 10 criminals in the world
- top 10 criminals in India
ইত্যাদি।
এগুলোর যে কোনোটি দিয়ে গুগলে অনুসন্ধান (search) করলে ফলাফলে দেখবেন মোদির ছবি। আর হ্যাঁ এটিকেই মিডিয়া প্রচার করছে গুগলের “শীর্ষ অপরাধী”/”শীর্ষ সন্ত্রাসী” দের তালিকা! মিডিয়া কি না পারে!
বুঝলাম এটা তালিকা না; তো এরকম সার্চে কেন মোদীকে দেখাবে?
এটি বুঝতে হলে আপনাকে জানতে হবে গুগল কিভাবে কাজ করে! গুগল কিভাবে কাজ করে সংক্ষেপে নিচে দেয়া হলঃ
গুগল প্রতিনিয়ত দুনিয়ার সব ওয়েব-সাইট ক্রল (সহজ কথায় ভিজিট) করে। সেগুলো বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে তালিকা ভুক্ত করে সাজায়।
যখন আমরা কোনো কিছুর জন্য সার্চ করতে বলি গুগলকে, গুগল তা তাদের তালিকায় খুঁজে এবং নিচের জিনিস গুলোর ভিত্তিতে আপনাকে ফলাফল প্রদান করেঃ
- পেজ র্যাঙ্ক (ওয়েব সাইট কত ভিজিট হয়েছে তার উপর এটা নির্ভর করে)
- পেজের লিখার সাথে আপনার সার্চের লিখাটা কতটুকু মিলে (এখানে মিলানো হয়- পেজের ডোমেইন নেম, টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, হেডিং সমূহ, সাধারণ লিখা ইত্যাদি)
- এছাড়া দেখা হয় আপনি কোন ডিভাইস থেকে গুগলে সার্চ করছেন (পিসি, মোবাইল ইত্যাদি)
- কোন যায়গা থেকে সার্চ করছেন? (আপনার অবস্থান)
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি…
এখানের ছবিটি দেখতে পারেন; এখানে গুগল কিভাবে ফলাফল দেয় তার একটি চিত্র দেখানো হয়েছে।
এখানে দেয়া হয়েছে গুগল যে সব বিষয় দেখে অনুসন্ধানের ফলাফল তৈরি করে।
তো আমরা বুঝতে পারলাম যে গুগলের সব অনুসন্ধান হয় স্বয়ংক্রিয় প্রোগ্রাম দ্বারা, যেগুলোতে বিভিন্ন অ্যালগরিদম ঠিক (প্রোগ্রামিং) করে দেয়া আছে। যাই সার্চ করুন গুগলের অ্যালগরিদমের মাধ্যমেই তার ফলাফল তৈরি হয়। কোনো জ্যান্ত মানুষ হাত অন্তত এতে থাকে না!
এবার একটু জানা যাক গুগল ছবি কিভাবে তালিকাভুক্ত করে?
যারা ওয়েব নিয়ে একটু হলেও কাজ করেন তারা জানেন প্রতিটি ছবির জন্য একটি alt এইচটিএমএল অ্যাট্রিবিউট থাকে, যেখানে প্রতিটি ছবির জন্য “alternate text” দেয়া যায়। এটি দেয়া হয় গুগলের মত সার্চইঞ্জিনের জন্য, কারণ সার্চইঞ্জিন/কম্পিউটার ছবি বুঝতে/পড়তে পারেনা, তারা এ “alternate text” দেখেই তা বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে উপরের নিয়মে তালিকা ভুক্ত করে এবং অনুসন্ধানে দেখায়।
তো,
উপরের ধাপগুলো বুঝলে এতক্ষণে এটা বুঝার কথা, গুগলের সার্চ এ নরেন্দ্র মোদীর ছবি দেখানো মানে, কোনো না কোনো সাইটে তার ছবির “alternate text” এ criminal অথবা terrorist লিখা আছে। অথবা এও হতে পারে কোনো সাইটে হয়ত কোনো terorist অথবা criminal শব্দ থাকা নথিতে (পোষ্টে) মোদীর ছবি ছিল। তাই গুগলের বোকা অ্যালগরিদম “top 10 criminals” অনুসন্ধানে মোদীকে দেখাচ্ছে।
আর মিডিয়া বলছে,
“গুগলের “শীর্ষ অপরাধী”/”শীর্ষ সন্ত্রাসী” তালিকায় মোদী!”
ভারত বলে গুগলকে মামলাও করেছে! বোকার দল…
শেষ কথা
এখন গুগলে “top 10 criminals” দিয়ে অনুসন্ধান করলে প্রথম প্রায় সব গুলো ছবিই দেখায় মোদীর! কেন বুঝতেই পারছেন! সব নিউজ সাইটে মোদির ছবি দিয়ে তার “alternate text” এ লিখেছে “…criminal…” অথবা “…terrorist…”, তাই গুগলের বোকা অ্যালগরিদম আরো ভালো করে মোদীকে ফলাফলে দেখাচ্ছে। তাই গুগল বাধ্য হয়েই এখন তাদের ছবির অনুসন্ধানে লিখে দিয়েছে:
These results don’t reflect Google’s opinion or our beliefs; our algorithms automatically matched the query to web pages with these images.
যারা মামলা করেছে তারা বোকা..
আমরা সাধারণ মানুষেরা বোকা..
মিডিয়া বোকা..
গুগলের বোকা কম্পিউটার গুলোও হয়ত আমাদের দেখে হাসছে আর ভাবছে,
আমরা তো ব্রেন হীন তাই বোকা, মানুষ ব্রেন নিয়ে কিভাবে এরকম বোকা হয়!!!
এ নথির অন্যান্য শিরোনাম সমূহ:
- নরেন্দ্র মোদী কে নিয়ে মিডিয়ার নাটক: গুগলের কোন ক্রিমিনাল/টেরোরিস্ট তালিকা নেই!
- আবারো মিডিয়ার নাটক: গুগলের কোন সন্ত্রাসী তালিকা নেই! নরেন্দ্র মোদী
- গুগলের কোনো সন্ত্রাসী তালিকাই নেই! তো মোদীকে নিয়ে তৈরি এ কিসের নাটক!
For a change, there is an article that focuses on a specific topic and is not all over the places. I like the fact that it is actually problem-solving and not just random and baseless subject. Great going!
I can only imagine how much research has gone into this. I like your writing skills as it makes one feel included in the journey. Thank you for the valuable notes.
economics assignment help
Hope you will keep on offering good content like this more often. I feel more and more people should know about this. Also, I agree on most of the points you have made.
assignment help
I usually do not comment on posts but this article stands out from others. I could learn several new things from it. It is great when you are able to gain an understanding on topics that were unknown. Thanks for that.
Jobs in Dubai
Dubai jobs
Hotels in Dubai
Job in Dubai
Dubai Hotels
Dubai City
Expo 2020 Dubai
World Expo 2020 Dubai