র্যামে টেক্কা দিবে আইফোন ৭
“ইভান ব্লাস”। বিভিন্ন প্রযুক্তিপণ্যের খবর আগেই ফাঁস করে প্রযুক্তিবিশ্বে বেশ নাম কামিয়ে নেওয়া এক যুবক। গতকাল ইভান ব্লাস তার এক টুইটে জানিয়েছেন দুই জিবি ও চার জিবি র্যাম সম্বলিত আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস উন্মোচন করা হবে ৯ সেপ্টেম্বর। তার পার্সোনাল ব্লগ ও আইফোন বিষয়ক বিভিন্ন ফোরাম এবং ব্লগ ঘেঁটে যে তথ্যটি বার বার উঠে এসেছে তা হচ্ছে এবার র্যামে বাজারের অন্যান্য মোবাইলকে টেক্কা দিবে আইফোন। সম্ভাব্য, আইফোন ৭ এ দেওয়া হবে ২ জিবি র্যাম আর আইফোন ৭ প্লাস-এ দেওয়া হবে ৪ জিবি র্যাম। আইফোনে ক্যামেরা হিসেবে ৭-এ ফ্রন্টে থাকবে ক্যামেরা ৫ মেগাপিক্সেল ও মূল ক্যামেরা থাকবে ১২ মেগাপিক্সেল। আইফোন ৭ প্লাস-এ ফ্রন্ট ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেল ও ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের ডুয়েল ক্যাম।
আইফোনে এবার বেশি র্যাম থাকার কারনে ব্যবহারকারীরা আরও আধুনিক প্রযুক্তির অ্যাপস চালাতে পারবে এবং ডেভেলপাররাও অ্যাপস নির্মাণে র্যামের সীমাবদ্ধতায় আটকে থাকবেনা।