আসুস বাজেট ল্যাপটপ মিলবে স্বল্পমূল্যে
বাংলাদেশের বাজারে আসছে আসুসের স্বল্প বাজেটের ল্যাপটপ। শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস বাজারে নিয়ে আসছে আসুস এক্স-৪৫৩ এসএ মডেলের স্বল্প বাজেটের ল্যাপটপটি। শিক্ষার্থীরা তাদের চাহিদা মোতাবেক সবটুকুই পাওয়া যাবে এই ল্যাপটপে এমনটাই দাবি করছেন আন্তর্জাতিক ব্র্যান্ডটির দেশীয় আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, দামে কম হলেও কনফিগারেশনের দিক থেকে উন্নত এবং দৈনন্দিন কাজের উপযোগী করে এ ল্যাপটপটি তৈরি করেছে আসুস।
টেলিফোনে যোগাযোগের মাধ্যমে আমদানিকারক কোম্পানি থেকে জানা যায়, শিক্ষার্থীদের কথা চিন্তা করে ল্যাপটপটি বাজারে আনা হলেও যেকোনো পেশার মানুষ ক্রয় করতে পারবেন এই ল্যাপটপটি। দেশের সব শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে দেশের বাজারে ল্যাপটপটি আনা হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটির প্রধান। শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী সবটুকুই পাবে এই ল্যাপটপে যার জন্যে অনেকেই এই ডিভাইসটি ক্রয়ে আগ্রহী হবেন। শিক্ষার্থীদের জন্যে ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার নয়শত নিরানব্বই টাকা। সাথে রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ সর্বশেষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ল্যাপটপটির বেসিক কনফিগারেশন-
- ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর
- দুই জিবি এলপি ডিডিআর থ্রি ১৬০০ বাস গতির র্যাম
- ৫০০ জিবি ৫৪০০ আরপিএম হার্ডডিস্ক
- ১৪ ইঞ্চি ১৩৬৬*৭৬৮ রেজ্যুলেশনের অটো এইচডি এলইডি ডিসপ্লে
- ইউএসবি থ্রি পোর্ট
- আসুস ডিভিডি রাইটার
- এইচডিএমআই (HDMI) পোর্ট
- ব্লুটুথ ৪.০, ওয়াইফাই বি/জি/এন
- দুই সেলের ত্রিশ ওয়াট ব্যাটারি
- ভিজিএ ওয়েবক্যাম
ল্যাপটপটির ওজন দুই কেজি। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালানোর জন্য রয়েছে আরজে-৪৫ পোর্ট। তাছাড়াও দৈনন্দিন প্রয়োজনীয় কাজের উপযোগী অনেক ফিচার রয়েছে আসুসের এই ল্যাপটপে।
তথ্যসূত্র- গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড