সেপ্টেম্বরে দুনিয়ার প্রথম অ্যান্ড্রয়েড নোগাট আনছে এলজি
সবার আগে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ নিয়ে আসছে এলজি। ধারনা করা হচ্ছে সারা দুনিয়ায় সাড়া জাগাবে এ ফোন। টক্কর দেবে স্যামসাং-আইফোনের বাজারের সাথেও। এর কনফিগারেশন আর বাদবাকি দিক দিয়ে এটি হতে পারে আপনার স্বপ্নের ফোন।
সম্প্রতি এলজি তার নোগাট সমৃদ্ধফোন এলজি ভি২০ রিলিজ করার ঘোষনা দিয়েছে। সেপ্টেম্বরের ৬তারিখ সান ফ্রান্সিসকো তে এই নতুন মডেলের অভিষেক করবে এলজি। তবে এই পুরো ব্যাপারটিকে গোপনে রাখছে এলজি।
তবে গুঞ্জন শোনা যাচ্ছে ৫’৫” ইঞ্চি এ ডিসপ্লের মোবাইলে থাকবে ২০মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে ৮মেগাপিক্সেলের ক্যামেরা। দ্রুতগতির জন্য ব্যবহার হচ্ছে কোয়ালকম MSM8996 স্ন্যাপড্রাগন ৮২০ এর চিপসেট। এছাড়া এতে থাকছে চতুর্থ প্রজন্মের গরিলা গ্লাস আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৪০০০এমেইচ এর ব্যাটারীর শক্তির এই মোবাইলের সাথে আরো আছে ২৫৬জিবি এর ডেডিকেটেড স্লট। পাওয়া যাবে ৩,৪জিবি বা ৬জিবি র্যামে ।
তবে এবার নেক্সাস বের হওয়ার আগেই গুগলের নতুন অ্যান্ড্রয়েড সংস্কার ব্যবহারের বিষয়টি সত্যি ই সবাইকে অবাক করেছে।