চালকবিহীন ট্রাক নির্মাতা স্টার্টআপ কিনল উবার
বহুজাতিক অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার কিনে নিল অটো! ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস থেকে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে গতকাল। এই অটো কোম্পানির রয়েছে স্বচালিত ট্রাক বা চালকবিহীন ট্রাক। মূলত, ট্রাক পরিবহন ব্যবস্থাকে স্বচালিত করার লক্ষ্যে এ স্টার্টআপ অধিগ্রহণ করেছে উবার। গত বৃহস্পতিবার উবারের পক্ষ থেকে দেওয়া এক নোটিশে স্টার্টআপ কোম্পানি অটোকে কেনার বিষয়টি জানা যায়।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক বলেন, “চলতি মাসের মধ্যেই পেনসিলভানিয়ার পিটসবার্গের রাস্তায় ১০০ স্বচালিত গাড়ি নামানোর পরিকল্পনা রয়েছে।”
ধারণা করা হচ্ছে, এই ঘোষণার প্রেক্ষিতে চালকবিহীন প্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানি অটো কিনেছে উবার।
চালকবিহীন পরিবহন ব্যবস্থার বিষয়ে এর বেশি কোনো তথ্য প্রকাশ করতে চাননি কালানিক। পাশাপাশি স্টার্টআপ কোম্পানিটিকে অধিগ্রহণে কী পরিমাণ টাকা গুনতে হয়েছে, সে বিষয়টিও লোক-চক্ষুর অন্তরালে রাখা হয়েছে।