চীন সফরে টিম কুক
চীনে অ্যাপলের বিনিয়োগ বাড়াতে সম্প্রতি চীন সফরে গেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী চীনের বাজারে নিজের প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী করাই এ সফরের মূল উদ্দেশ্য।
চীনে বিনিয়োগে সবসময়ই আগ্রহী অ্যাপল। সম্প্রতি প্রতিষ্ঠানটি চীনের পরিবহন প্রতিষ্ঠান দিদি চাকজিং টেকনোলজি কোম্পানিতে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বজুড়ে আইফোন বিক্রি ১৫ শতাংশ কমে নেমেছে ৪ কোটি ৪ লাখ ইউনিটে। এর মধ্য দিয়ে টানা দুই প্রান্তিকের মতো কমল বিক্রি। চীন, হংকং ও তাইওয়ানে অ্যাপলের পণ্য বিক্রি ৩৩ শতাংশ কমেছে। এ সময় অ্যাপলের পণ্য বেশি বিক্রি হয় আমেরিকা ও ইউরোপে। এক্ষেত্রে চীনের অবস্থান তৃতীয়।