টেলিকমিউনিকেশনসর্বশেষ টেক নিউজ

০১০ সিরিজ দাবী করলো বাংলালিংক

বাংলালিংকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল দেশের অন্যতম মোবাইল অপারেটর গ্রামীনফোন। বাংলালিংক দাবি করেছে অন্য অপারেটরগুলো দুটি করে নম্বর সিরিজ নিয়ে ব্যাবসায় এগিয়ে যাচ্ছে। আর এই কারন দেখিয়ে বাংলালিংক অপারেটর ০১০ নম্বর সিরিজ চেয়ে বিটিআরসির কাছে আবেদন করেছে।

এর আগে গ্রামীনফোন অপারেটরকে ০১৭-এর পাশাপাশি ০১৩ নম্বর সিরিজ বরাদ্দের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। তাই বাংলালিংক এর এখন গ্রাহক সেবায় টেক্কা দেয়ার জন্ন্য নতুন সিরিজের নম্বর প্রয়োজন। বাংলালিংক জানিয়েছে ২০০৫ সাল থেকে শুরু করে এই পর্যন্ত সব সিম বিক্রির হিসাব ধরলে তারা তাদের ক্ষমতার ৮০ শতাংশ নম্বরই ব্যবহার করে ফেলেছে। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ১৪ লাখ অতিক্রম করেছে বলে জানিয়েছে এই অপারেটরটি। সে কারনে তাদের এখন নতুন সিরিজের নম্বর প্রয়োজন।

বর্তমানে ০১০, ০১২ ও ০১৪ এই চারটি সিরিজ এর নম্বর খালি রয়েছে। এর তাই এর ভিতর বাংলালিংক এর পছন্দমত ০১০ সিরিজটি চেয়ে অপারেটরটি বিটিআরসির কাছে আবেদন করেছে। জনপ্রিয় এই অপারেটরটির ধারনা নতুন সিরিজের নম্বর পেলে তারা তাদের সেবার মান আরও অধিক বৃদ্ধি করতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।