উইকি লাভস মনুমেন্টসঃ সর্ববৃহত ছবি প্রতিযোগিতা
নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস ২০১৬ (Wiki Loves Monuments 2016)। প্রতিযোগিতায় বাংলাদেশও নিজেদের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো নিয়ে এবারই প্রথমবারের মত অংশ নিচ্ছে। আপনার তোলা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহের ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন ও দেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে বিশ্ব দরবারে উপস্থাপন করুন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার, কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া উইকিপিডিয়ার সম্মেলনে যোগদানের স্কলারশীপ। এছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ।
বাংলাদেশের কত ঐতিহ্যবাহী স্থাপনা বিশ্বের অনেকের কাছেই অপরিচিত। এটাই সেই সুবর্ণ সুযোগ, দেশের সেই সকল নির্ভৃত স্থাপনার ছবি বিশ্ব-দরবারে উপস্থাপন করার, আর সাথে পুরস্কার তো থাকছেই।
বিস্তারিত:
https://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016
সংক্ষেপে প্রক্রিয়া:
১. তালিকা থেকে বাংলাদেশের বিভাগ ওয়ারি স্থাপনার যেকোনোটির ছবি তুলতে হবে (যত খুশি তত)
২. উইকিমিডিয়া কমন্স কিংবা উইকিপিডিয়া অ্যাকাউন্টে লগইন করতে হবে
৩. https://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016 পাতায় লিংক দেয়া আছে, সেখানে স্থাপনাটি যে বিভাগের সেই বিভাগের স্থাপনার তালিকায় যেতে হবে
৪. তারপর তালিকায় ঐ স্থাপনার নামটা খুঁজে নিয়ে “ছবি আপলোড করুন” বোতামে ক্লিক করে ছবিটা আপলোড করতে হবে
উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতায় ছবি আপলোডের ভিডিও টিউটোরিয়াল:
[youtube https://www.youtube.com/watch?v=Q2wKoXGAHlY]
ভিডিওতে এবং সংযুক্ত লিংকে বিস্তারিত যাবতীয় তথ্য আছে।
তথ্যসুত্র- উইকিমিডিয়া বাংলাদেশ