অ্যান্ড্রয়েডমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

স্মার্টফোন নাকি বোমা?

বাজারে আসতে না আসতেই হোঁচট খেয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ৭। ডেইলি মেইল ও বিভিন্ন সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী, বিভিন্ন জায়গায় স্যামসাং এর সদ্য রিলিজ হওয়া স্মার্টফোনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যালাক্সি নোট ৭ এর ব্যাটারি বিস্ফোরণে নিজের গাড়ি পুড়ে যাওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নাগরিক।  ক্ষতিগ্রস্থ ফোন ও গাড়ির মালিকের নাম “নাথান ডর্নাচার”। তিনি তার ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে জানান, গত সোমবার তিনি তার গাড়িতে গ্যালাক্সি নোট ৭ চার্জে রেখে গাড়ি থেকে বাইরে বের হয়েছিলেন। সেই সময় গাড়ির এয়ার কন্ডিশনারটি চালু রেখে গিয়েছিলেন। আর গাড়ির মধ্যেই চার্জে বসিয়ে রেখে গিয়েছিলেন তাঁর সদ্য কেনা স্যামসাং ‘গ্যালাক্সি নোট সেভেন’ স্মার্টফোনটিকে। পরিবারের লোকজনকে ডেকে নিয়ে এসে গাড়িতে তুলবেন বলেই গাড়ির ইঞ্জিন বন্ধ করেননি ডোর্নাচার। পরিবারের লোকজনকে নিয়ে গাড়িতে ওঠার জন্য বাড়ি থেকে বেরতেই তিনি দেখেন, তাঁর জিপটি দাউদাউ করে জ্বলছে। আর মোবাইলটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর পর ক্ষোভে, দুঃখে ডোর্নাচার পোড়া জিপ আর মোবাইলের ছবি ফেসবুকে পোস্ট করে দেন।

এর পর স্যামসাং এর তরফ থেকে ওই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, ‘‘আমরা ডোর্নাচারের ক্ষতি পূরণ করার জন্য যা যা করণীয়, তার সব কিছুই করছি।’’

অন্য একটি ঘটনা ঘটেছে সাউথ ক্যারোলিনার হরি কাউন্টির বাসিন্দা ওয়েস্‌লি হার্ৎঝগের বাড়িতে। ওয়েস্‌লি তাঁর সাধের স্যামসাঙ এর ‘গ্যালাক্সি নোট সেভেন’ মোবাইলটি তাঁর বাড়ির গ্যারাজে চার্জে বসিয়ে রেখে ঢুকেছিলেন বাড়িতে। পরে বেরিয়ে এসে দেখেন, গ্যারাজটিতে আগুন লেগে গিয়েছে। গ্যারাজটি দাউদাউ করে জ্বলছে। পরে সেই গ্যারাজের আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা আসার আগেই সেই আগুনে ওয়েস্‌লির বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। ওয়েস্‌লির পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

খবর

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।