অ্যাপলপ্রযুক্তি-বাজারসর্বশেষ টেক নিউজ

অ্যাপল ওয়াচ ২

কেবল ওয়াটার রেস্টিট্যান্ট নয় এবার ওয়াটার প্রুফ আই-ওয়াচ নিয়ে অ্যাপল। কিন্তু এর জন্য দিনের পর দিন হাড়ভাঙা খাটুনি খেটেছে অ্যাপল-এর ইঞ্জিনিয়াররা। অ্যাপল আই-ওয়াচ ২ জলে ডুবিয়ে রেখে, সাঁতারে ব্যবহার করে পরীক্ষা চালানো হয়েছে প্রায় কয়েকশো বার।

স্মার্ট ওয়াচটি নিয়ে অ্যাপল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়িটির স্পিকার নিয়ে। সাউন্ড শোনার জন্য স্পিকারের খোপে অবশ্যই বাতাস ঢোকাতেই হবে। কিন্তু বাতাস ঢুকতে দিলে তো জলও ঢুকে যাবে! অ্যাপল-এর ইঞ্জিনিয়ারা তাই এমন স্পিকার বানিয়েছেন যা শুধু বাতাসেরই প্রবেশ ঘটাবে। পানি কিংবা লিকুইড এতে প্রবেশ করার সুযোগ পাবেনা। অ্যাপলের দাবি, এই ঘড়ি জলের তলার প্রায় ৫০ মিটার পর্যন্ত কোন সমস্যা ছাড়াই কাজ করা যাবে।
অনেকটা জেমস বন্ডের গ্যাজেট ঘড়ির মতো, এ ঘড়িতে চলে এসেছে জিপিএস, হৃদস্পন্দন মনিটর, স্বাস্থ্য সংক্রান্ত বেশ কয়েকটি অ্যাপ, নতুন অপারেটিং সিস্টেম “ওয়াচ ওএস-৩”। যাঁরা শরীরচর্চা করতে ভালবাসেন তাঁদের জন্য নাইকি-র সঙ্গে মিলে অ্যাপল ঘড়ির আলাদা সংস্করণ। তাছাড়াও আরও উন্নত প্রযুক্তি ও ওজনে হালকা অ্যাপল ওয়াচ নাইকি প্লাস এনেছে অ্যাপল।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।