সপ্তাহ জুড়ে ধীরগতির ইন্টারনেট
সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের জন্য দেশের ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে আগামী সাত দিন। বিটিসিএল এর প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশের সাথে সংযুক্ত সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুরের অংশে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজকে ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। এবং আজ শুক্রবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ল্যান্ডিং স্টেশনের পাওয়ার রিকনফিগারেশনের কারণে সকল সার্কিট তিন ঘণ্টার জন্য ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ইন্টারনেট সংযোগ থাকবে না। তবে স্যাটেলাইট ও ভিস্যাটের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ চালু থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজের বাকি সময়গুলোতে সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভি-স্যাট এবং অন্যান্য বিকল্প পদ্ধতিতে ইন্টারনেট সেবা চালু রাখবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) , ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুবই সল্প পরিমাণের ব্যান্ডওয়াইড পাবে।
good
this is good site . i like this site but i good news to u my web site
অনেক ভাল লিখেছেন, আশাকরি আপনার পোষ্টি পড়ে সবাই উপকৃত হবে। বিভিন্ন রোগ সর্ম্পকে জানতে ভিজিট করুন alldiseaseinfo .com