ঢাকার সমস্যা সমাধানে প্রযুক্তিঃ স্মার্ট সিটি হ্যাকাথন
ঢাকা শহরের সমস্যা সমাধানে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে স্মার্ট সিটি হ্যাকাথন, যার আয়োজক হিসেবে থাকছে প্রেনিউর ল্যাব, গ্রামীণফোন ও হোয়াইট বোর্ড। দেশের স্বনামধন্য বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের জিপি হাউস নামে পরিচিত, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান কার্যালয়েই চলবে ১১ থেকে ১২ নভেম্বর এই আয়োজন। টানা ৩৬ ঘণ্টা সমস্যা সমাধানে চলবে এই হ্যাকাথন প্রতিযোগিতা। রেজিস্ট্রেশনের সময় বর্ধিত করায় বিনা মূল্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।
স্মার্ট সিটি হ্যাকাথনে তরুণরা দুই থেকে চার জন সদস্যের দল হয়ে বিভিন্ন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন। রেজিস্ট্রেশনকৃত টিমগুলোর মধ্য হতে বাছাইকৃত টিমগুলকে এসএমএস ও ইমেইল-এর মাধমে তাদের অংশগ্রহণের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।
৩৬ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে মোট ২৫টি টিম অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি টিমে সর্বোচ্চ চার জন ও সর্বনিম্ন দুই জন সদস্য অংশগ্রহণে টিম গঠন করতে পারবে। প্রতিটি টিম ৩৬ ঘণ্টা সময়ব্যাপী তাদের উদ্ভাবনী ধারণাটিকে আইটি সফটওয়্যার অথবা হার্ডওয়্যার আকারে উপস্থাপন করতে পারবে। প্রতিটি টিমের জন্য একজন করে মেন্টর থাকবেন, যিনি সেই টিমকে তাদের চিন্তাটিকে বাস্তবায়ন করতে গাইড করবেন। এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে এতে অংশগ্রহণ করার জন্যে প্রতিটি টিমকে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতিটি টিমের প্রস্তাবিত প্রকল্পের বা এর ভাবনাটি যাচাইয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
ঢাকার মোট জনসংখ্যা প্রায় এক কোটি ৭০ লাখ। এই জনবহুল শহরে জনসংখ্যা বৃদ্ধির বাৎসরিক হার শতকে ৩.৪৮ জন। শহরের নানাবিধ নাগরিক সুযোগ-সুবিধা গ্রহনের জন্য মানুষ দিন দিন শহরমুখী হচ্ছে। স্মার্ট সিটি হ্যাকাথন হল এমন একটি প্রতিযোগিতা যার উদ্দেশ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোনো শহরের সম্পদগুলো সঠিক ও যুগপোযোগীভাবে ব্যবস্থাপনা ও নাগরিকদের জীবনে উন্নয়ন সাধন করা।
হ্যাকাথনকে বড়সড় প্রোগ্রামিং কিংবা সমস্যা সমাধানের প্রতিযোগিতা বলা হয়, বাহিরের দেশের মত খুব ঘটা করে হ্যাকাথন হয়। তাই এই হ্যাকাথনে স্ট্র্যাটেজিক পার্টনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আইসিটি ডিভিশন, নলেজ পার্টনার ও ইইই বাংলাদেশ সেকশন এবং ওটি কাউন্সিল ইউরোপ। মিডিয়া পার্টনার- রেডিও ফুর্তি, দৈনিক ইত্তেফাক, বিক্রয় ডটকম। কমিউনিটি পার্টনার গুগল ডেভেলপার গ্রুপ, মজিলা বাংলাদেশ, ইউজার হাব, উইমেন টেক মেকারস। ইনভেস্টমেন্ট পার্টনার স্পাইডার ডিজিটাল (দুবাই)।