মাইক্রোফোন প্রিএম্প দিয়ে অডিও এমপ্লিফায়ারে মাইক তৈরী
সবাই কেমন আছেন ? আমরা মোটামুটি সবাই কমবেশি গান শুনতে ভালবাসি। আর এই গানের সাউন্ড বৃদ্ধি করার জন্য একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হয়। এতদিন এই অ্যাম্পলিফায়ার দিয়ে শুধুই বেশি সাউন্ডে গানই শুনেছেন। কখনো কি এটি ব্যবহার করে বেশি সাউন্ডে আপনার কথা গুলো শুনেছেন ? না শুনলে এখনই কাজ শুরু করে দেন। এর জন্য যে কোন ওয়াটের অডিও অ্যাম্পলিফায়ার থাকলেই চলবে। এবার নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুনঃ
- 10 কিলোওহমের রেজিস্ট্যান্স দুইটি
- 104 নাম্বারের Pf দুইটি
- 100 কিলোওহমের রেজিস্ট্যান্স একটি
- BC547 এই নাম্বারের ট্রানজিস্টর একটি
- এইটি MIC
- একটি ভেরো বোড
- তিন থেকে নয় ভোল্টের মধ্যে যেকোন ব্যাটারী
প্রথমে ভেরো বোডকে মাইক্রোফোনের সমান করে কেটে নিন। এবার এর এক পাশে নিচের চিত্রের মত করে সংযোগ দিন।
ভেরো বোডের অপর পাশে MIC সেট করবেন। এবার সার্কিটের OUTPUT থেকে একটি লাইন ও নেগেটিভ থেকে একটি লাইন নিয়ে আপনার অ্যাম্পলিফায়ারের ইনপুটে প্রবেশ করান। এখানে ট্রানজিস্টরের ইমিটর হল নেগেটিভ। এবার সার্কিটে ব্যাটারীর মাধ্যমে ভোল্টেজ প্রবেশ করান আর MIC এ কথা বলুন। কি বক্সে কথা শোনা যাচ্ছে তো ? কমেন্টের মাধ্যমে জানাবেন। মাইক্রোফোনকে অ্যাম্পলিফায়ার থেকে একটু দুরে রাখাবেন আর অ্যাম্পলিফায়ারের Treble একটু কমে দিবেন তা না হলে Noise হবে।
বুঝতে অসুবিধা হলে নিম্বাজ, ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন…
বুঝতে অসুবিধা হলে নিম্বাজ, ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন…
সুন্দর প্রজেক্টের জন্য ধন্যবাদ! ইলেক্ট্রনিক্স নিয়ে ডেডিকেটেড একটা সেকশনে অনেক টিউটোরিয়াল আছে। একবার দেখে নিয়েন।